For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে নতুন করে 'সংকট', শিবসেনার অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে

মহারাষ্ট্রে নতুন করে 'সংকট', শিবসেনার অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের জোট সরকারে নতুন সংকট উপস্থিত। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সরকারের সামনে নতুন এই সমস্যার নাম হল মুসলিমদের জন্য সংরক্ষণ। ইতিমধ্যেই শিবসেনা বিষয়টি উপলব্ধি করেছে। এরজন্য তাদের আগুনের সঙ্গে লড়াই করতে হতে পারে বলেও জানিয়েছে তারা।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ-এর দাবি মহা বিকাশ আঘাদি সরকার শীঘ্রই মুসলিমদের জন্য সংরক্ষণ নিশ্চিত করবে। তিনি জানিয়েছেন, জোট সরকারের কমন মিনিমান প্রোগ্রামেই সেকথা রয়েছে। একই দাবি তুলেছেন কংগ্রেসে অন্য সংখ্যালঘু নেতারাও।

আগেকার সংকট

আগেকার সংকট

কোনও সময় সিএএ, কোনও সময় এনআরসি, কিংবা কোনও সময় সাভারকর, মহারাষ্ট্রের বর্তমান জোট সরকারে বিতর্ক চলেছে একাধিকবার। কিন্তু ধর্মভিত্তিক সংরক্ষণ যে নতুন করে সংকট তৈরি করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অর্থনৈতিক অবস্থাকে ভিত্তি করে হোক সংরক্ষণ, দাবি শিবসেনার

অর্থনৈতিক অবস্থাকে ভিত্তি করে হোক সংরক্ষণ, দাবি শিবসেনার

একটা সময়ে শিবসেনা ওবিসিদের জন্য মণ্ডল কমিশনের সংরক্ষণের সুপারিশের বিরোধিতা করেছে। তাদের দাবি সংরক্ষণ করা হোক আর্থিক অবস্থাকে ভিত্তি করে।

মারাঠা কোটা সুপ্রিম কোর্ট

মারাঠা কোটা সুপ্রিম কোর্ট

২০১৪-র লোকসভা নির্বাচনে হারার পরেই তৎকালীন মহারাষ্ট্রের কংগ্রেস, এনসিপি সরকার শিক্ষায় মারাঠাদের জন্য ১৬ শতাংশ এবং মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও মুম্বই হাইকোর্ট মারাঠা সংরক্ষণ এবং মুসলিমদের জন্য চাকরিতে সংরক্ষণে স্থগিতাদেশ দেয়। পরবর্তী সময়ে দেবেন্দ্র ফড়নবিশ সরকার মারাঠাদের সংরক্ষণের জন্য আইন করে। কিন্তু মুসলিমদের বিষয়টি উপেক্ষিতই থেকে যায়। মারাঠা সংরক্ষণের বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

দাবি মানতে পারে শিবসেনা

দাবি মানতে পারে শিবসেনা

তবে রাজনৈতিক স্বার্থেই শিবসেনা মুসলিমদের জন্য সংরক্ষণের দাবি মেনে নিতে পারে। তবে সেখানেই তৈরি হবে অন্য সংকট। একটা সময়ে ১৯৯২০১৯৯৩ সালে মুম্বইয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। অন্যদিকে পুরনো মিত্র শিবসেনাকে বিপদে ফেলার জন্য সংরক্ষণের বিষয়টি প্রচারের আলোয় বেশি করে নিয়ে আসতে পারে বিজেপি।

মহারাষ্ট্রে সংরক্ষণ ৭৮%

মহারাষ্ট্রে সংরক্ষণ ৭৮%

মহারাষ্ট্রে এখন সংরক্ষণ ৭৮%। এসসি এবং এসসি থেকে বুদ্ধিস্ট হওয়াদের ১৩ শতাংশ। এসটি ৭%, ওবিসি ১৯%, ডিএনটি ১১%, স্পেশাল ব্যাকওয়ার্ডস ২%, পড়াশোনায় পিছিয়ে পড়া মারাঠাদের জন্য ১৬%, আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ ক্যাটেগরির জন্য ১০%।

কংগ্রেস নেত্রীর কষিয়ে থাপ্পড়ের চেষ্টা আপ কর্মীকে! দিল্লি নির্বাচনে তুলকালাম কংগ্রেস নেত্রীর কষিয়ে থাপ্পড়ের চেষ্টা আপ কর্মীকে! দিল্লি নির্বাচনে তুলকালাম

English summary
Quotas for Muslim is the new spectre haunting in qualition Govt in Maharashtra. At present, the percentage of reservations in maharashtra is 78%.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X