For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের আকাশে ফের পাকিস্তানি ড্রোন ! পাক-সীমান্তের গ্রামবাসীদের চাঞ্চল্যকর দাবি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পরমাণু যুদ্ধ নিয়ে বহুবার হুমকি এসেছে ইমরানের শিবির থেকে।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পরমাণু যুদ্ধ নিয়ে বহুবার হুমকি এসেছে ইমরানের শিবির থেকে। বিশ্বমঞ্চে গিয়েও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাজনীতি থেকে কূটনীতির আঙিনায় যখন এই সমস্ত প্রক্রিয়া চলছে, তখন পাকিস্তান সীমান্তে ভারতের পাঞ্জাবের গ্রামগুলিতে একাধিকবার পাকিস্তানি ড্রোন দেখা যায়। এই সপ্তাহেও এরকম একটি ড্রোন পাঞ্জাব সীমান্তে দেখা গিয়েছে। আর সেই ঘটনা নিয়েই ছড়িয়েছে চাঞ্চল্য।

ফিরোজপুরের গ্রামবাসীরা কী বলেছেন?

ফিরোজপুরের গ্রামবাসীরা কী বলেছেন?

পাকিস্তান সীমান্তের কাঠে পাঞ্জাবের গ্রাম ফিরোজপুর। গ্রামবাসীদের দাবি, গত সোমবার তাঁরা একটি ড্রোন রাতের আকাশে দেখতে পাওয়া যায়। তবে সীমান্ত এলাকায় ঢুকতে গেলেই দেখা যায় ড্রোনটি ধ্বংস হয়ে যায় বলে দাবি গ্রামবাসীদের।

জোরদার পুলিশি তল্লাশি শুরু

জোরদার পুলিশি তল্লাশি শুরু

জানা গিয়েছে, ঘটনার কথা প্রশাসনিক স্তরে পৌঁছতেই এলাকা জুড়ে ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। পাঞ্জাবের ফিরোজপুরের 'ঝুগে হাজারা সিং ওয়ালা' গ্রামে এই ড্রোন দেখা যায়। বিষয়টি নিয়ে পাঞ্জাব প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে।

 হুসেইনিওয়ালা সেক্টরে ড্রোন

হুসেইনিওয়ালা সেক্টরে ড্রোন

এই ঘটনার কয়েকদিন বাদে , বিএসএফ পাঞ্জাবের হুসেইনিওয়ালা সেক্টরে টহলদারির সময় আরও দুটি ড্রোন দেখতে পায়। যা অত্যন্ত উঁচু এলাকা দিয়ে উড়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীদের অবহিত করে, গোটা গ্রামকে সতর্ক করে দেয় বিএসএফ।

 অস্ত্রবর্ষণ

অস্ত্রবর্ষণ

এর আগে, একটি পাকিস্তানি ড্রোন ভারতের পাঞ্জাবে ঢুকে সেখানের একটি গ্রামে অস্ত্র বর্ষণ করে । এরপর থেকেই শুরু হয়ে যায় তোলপাড়। এই অস্ত্র বর্ষণের নেপথ্যে খালিস্তানি আন্দোলনের প্রতি উস্কানি রয়েছে, নাকি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাল্টা হামলার উদ্যোগ, তা নিয়ে রয়েছে জল্পনা।

 ড্রোন নিয়ে পাঞ্জাব সরকারের কড়া নিষেধাজ্ঞা

ড্রোন নিয়ে পাঞ্জাব সরকারের কড়া নিষেধাজ্ঞা

এদিকে, পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রামগুলিতে যখন একের পর এক ড্রোন দেখা যাচ্ছে, তখন পাঞ্জাবের অমরিন্দর সিং সরকার কড়া পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবে ড্রোন ওড়ানোর বিষয়ে। পাঞ্জাবে অবস্থিত কোনও সেনা ছাউনি বা সেনা প্রতিষ্ঠানের কাছে, যেন ড্রোন ওড়ানো না হয়, সেবিষয়ে গোটা পাঞ্জাব জুড়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

[ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! মধ্যরাতে তুরস্কের বিমান হানায় মৃত ১৫ ][ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! মধ্যরাতে তুরস্কের বিমান হানায় মৃত ১৫ ]

[ পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল কাশ্মীরে! শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা][ পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল কাশ্মীরে! শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা]

English summary
Punjab villagers spot drones again, claim it crashed nearby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X