For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত, কেন্দ্রের ঘোষণার আগেই জানালেন অমরিন্দর

  • By
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র সোমবার থেকে ফের চতুর্থ দফার লকডাউন ঘোষণা করবে কিনা তা রবিবার জানা যাবে। তবে তার আগে পাঞ্জাব সরকার ৩১ মে পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করে দিল।

পাঞ্জাবে লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, রাজ্যে ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে কার্ফুর বদলে। এই নতুন ঘোষণা করা হয়েছে। তবে এর পাশাপাশি যেগুলি কনটেইনমেন্ট এলাকা নয় সেখানে পরিস্থিতিতে কিছুটা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

অমরিন্দর জানিয়েছেন, কনটেইনমেন্ট এলাকাগুলোতে কোনওরকম ছাড় দেওয়া হবে না। তবে তার বাইরে থাকা এলাকাগুলিতে কিছু ছাড় থাকছে। সোমবারের মধ্যে তা ঘোষণা করা হবে কেন্দ্র কোন গাইড লাইন ঘোষণা করছে তার ভিত্তিতে।

তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখা হবে।

সারাদেশে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পাঞ্জাবে আক্রান্ত ১৯৪৬ জন। মাঝখানে পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। তবে গত কয়েক সপ্তাহে যেভাবে রাজ্য সরকার তা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তা অবশ্যই তারিফ করার মতো। এবং সেরাজ্যে ইতিমধ্যে ১২৫৭ জন সুস্থ হয়ে গিয়েছে। মারা গিয়েছেন মাত্র ৩২ জন।

করোনা যুদ্ধে ভারতের শিক্ষা ক্ষেত্রে অনলাইন পঠনপাঠনে কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ! ঘোষণা নির্মলারকরোনা যুদ্ধে ভারতের শিক্ষা ক্ষেত্রে অনলাইন পঠনপাঠনে কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ! ঘোষণা নির্মলার

English summary
Punjab extends Coronavirus lockdown to stay till May 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X