For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Punjab Election 2022: বৃহস্পতিবার পঞ্জাবে ভোটের প্রচার শুরু করছেন রাহুল! শুরুতেই রয়েছে বিশেষ পরিকল্পনা

পঞ্জাবে ( punjab election 2022) এবার কংগ্রেসের সামনে কঠিন লড়াই। বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে কংগ্রেসকে (congress) চ্যালেঞ্জ জানাতে চলেছে আপ (AAP)। ইতিমধ্যেই বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। বৃহস্

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে ( punjab election 2022) এবার কংগ্রেসের সামনে কঠিন লড়াই। বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে কংগ্রেসকে (congress) চ্যালেঞ্জ জানাতে চলেছে আপ (AAP)। ইতিমধ্যেই বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সেই সব প্রার্থীদের নিয়ে স্বর্ণমন্দিরে (golden temple) যাচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi)। সেখানে তারা লঙ্গরের জন্য বসবেন। পরে জলন্ধরের মিঠাপুরে একটি ভার্চুয়াল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর।

এখনও পর্যন্ত ১০৯ জন প্রার্থীর নাম ঘোষণা

এখনও পর্যন্ত ১০৯ জন প্রার্থীর নাম ঘোষণা

পঞ্জাব বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা ১১৭। একদফাতেই নির্বাচন হবে সেখানে। এই ১১৭ জনের মধ্যে ১০৯ জন প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। খুব শিগগিরই বাকি প্রার্থীদের নামও ঘোষণা করতে চলেছে তারা। প্রসঙ্গত পঞ্জাবে বিধানসভা নির্বাচনের তারিখ হল ২০ ফেব্রুয়ারি। ভোট গণনা ১০ মার্চ।

দিল্লি থেকে সোজা অমৃতসর যাবেন রাহুল

দিল্লি থেকে সোজা অমৃতসর যাবেন রাহুল

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দিল্লি থেকে সরাসরি অমৃতসর যাবেন। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন স্বর্ণ মন্দিরে। সেখানে অপেক্ষা করবেন এবারের নির্বাচনের কংগ্রেস প্রার্থীরা। সবাইকে নিয়েই রাহুল গান্ধী স্বর্ণ মন্দিরে যাবেন। রাহুল গান্ধী দুর্গিয়ানা মন্দির এবং বাল্মিকী তীরথস্থলেও যাবেন।

বিকেলে সভা জলন্ধরে

বিকেলে সভা জলন্ধরে

রাহুল গান্ধী বৃহস্পতিবার বিকেলে যাবেন জলন্ধরে। সেখানে মিঠাপুরে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন তিনি। এরপরেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। এবারের নির্বাচনে পঞ্জাবে রাহুল গান্ধীর এটিই প্রথম নির্বাচনী সভা হতে চলেছে।
প্রসঙ্গত নির্বাচন কমিশন সমাবেশ এবং রোড শো-এর ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। তারপরে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে নির্বাচন কমিশন।

একইসঙ্গে শিখ, হিন্দু ও দলিতদের আকৃষ্ট করার পরিকল্পনা

একইসঙ্গে শিখ, হিন্দু ও দলিতদের আকৃষ্ট করার পরিকল্পনা

এদিকে বৃহস্পতিবার রাহুল গান্ধীর কর্মসূচিকে একইসঙ্গে শিখ, হিন্দু ও দলিতদের আকৃষ্ট করার পরিকল্পনা বলে মনে করছে সেখানকার রাজনৈতিক মহলের একাংশ। কেননা তিনি একইসঙ্গে তিন সম্প্রদায়ের তিনটি ধর্মীয়স্থানে যাবেন।
এর আগে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু টুইট করে বলেছিলেন, দলের দূরদর্শী নেতা রাহুল গান্ধীদি ২৭ জানুয়ারি পঞ্জাব সফর করবেন। রাজ্যের কংগ্রেস কর্মীরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও মন্তব্য করেছিলেন তিনি।
প্রসঙ্গত নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানো নিয়ে গণ্ডগোলের জেরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কংগ্রেস ছাড়েন অমরিন্দর সিং। পরে তিনি পঞ্জাব লো কংগ্রেস গঠন করেছেন। সেই দলের সঙ্গে জোট বেধে বিজেপি এবার নির্বাচনী লড়াইয়ে নেমেছে। অমরিন্দর সিং-এর নতুন দল গঠনের জেরে কংগ্রেস সেখানে ধাক্কা থেকে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ফের বাড়ল পজিটিভিটি রেট! অস্বস্তি মৃত্যুর সংখ্যা নিয়েওরাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ফের বাড়ল পজিটিভিটি রেট! অস্বস্তি মৃত্যুর সংখ্যা নিয়েও

English summary
Rahul Gandhi to start election campaign in Punjab through Golden temple in Amritsar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X