For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোগার ঘটনায় উত্তাল সংসদ, পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ মে : পাঞ্জাবের মোগায় নিজের সম্ভ্রম বাঁচাতে বাস থেকে লাফ দিয়ে পড়ে নিহত কিশোরীর ঘটনায় এদিন উত্তাল হল সংসদের দুই কক্ষ।

<strong>মেয়েদের সম্ভ্রম লুঠের ঘটনা 'ভগবানের ইচ্ছে', মন্তব্য অকালি মন্ত্রীর</strong>মেয়েদের সম্ভ্রম লুঠের ঘটনা 'ভগবানের ইচ্ছে', মন্তব্য অকালি মন্ত্রীর

গতসপ্তাহে মোগায় ঘটা এই ঘটনার তীব্র সমালোচনা করে ও পাঞ্জাবের শিরোমনি অকালি দল ও বিজেপির সরকারকে বরখাস্তের দাবিতে সরব হন বিরোধীরা।

মোগার ঘটনায় উত্তাল সংসদ, পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের


এদিন লোকসভার অধিবেশন শুরু হলে এই ঘটনা আলোচনার দাবি জানানো হয় কংগ্রেসের তরফে। পাঞ্জাবে আইনব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে সেখানে রাষ্ট্রপতি ব্যবস্থা বলবতের আর্জি জানান কংগ্রেস নেতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন বিরোধীদের দাবি খারিজ করে দিলেও কংগ্রেস সহ বিরোধীদের বিক্ষোভের জেরে অধিবেশন মুলতুবি করতে হয়।

অন্যদিকে রাজ্যসভাতেও সিপিএমের সাধারণ সম্পাদক তথা সাংসদ সীতারাম ইয়েচুরিও অকালি দলকে তীব্র আক্রমণ করেন। যে মন্ত্রী কিশোরীর মৃত্যুর ঘটনাকে 'ভগবানের ইচ্ছে' বলেছেন তাঁর পদত্যাগ দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার রাতে পাঞ্জাবের মোগা-ভাটিন্ডা সড়কের ওপর দিয়ে একটি শীতাতপ-নিয়ন্ত্রিত বাসে করে যাচ্ছিলেন বছর ৩৫-এর শিনদর কৌর ও তাঁর ১৪ বছরের মেয়ে আরশদীপ কৌর। সঙ্গে ছিল ওই মহিলার কিশোর ছেলে আকাশদীপ কৌর।

অভিযোগ, বাসের মধ্যেই কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। চালক ও কন্ডাক্টরের কাছে তাঁরা বিষয়টির বিহিত চাইলে, তারা গুরুত্ব দেয়নি। উল্টে তারাও ওই যুবকদের সঙ্গে মিলে কটুক্তি করতে থাকে। আরও অভিযোগ, চালককে বাস থামাতে বললে সে গতি আরও বাড়িয়ে দেয়। ফলে নিজেদের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয় মা ও মেয়ে। এর মধ্যে মা বেঁচে গেলেও মেয়ে মারা গিয়েছে।

English summary
Protests in Parliament Over Death of Punjab girl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X