
পড়ুয়াকে ‘জঙ্গি’ সম্বোধন, ভাইরাল ভিডিও, বেঙ্গালুরুর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বরখাস্ত অধ্যাপক
ক্লাস চলাকালীন এক মুসলিম পড়ুয়াকে 'জঙ্গি' অ্যাখা দেওয়ায় অধ্যাপককে বহিষ্কৃত করল বেঙ্গালুরুর এক শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর ঘটনা এটি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই ওই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এমআইটি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে পড়ুয়ার সঙ্গে অধ্যাপকের কথা কাটাকাটি হওয়ার পর ক্লাসে সকলের সামনে অধ্যাপক তাকে 'জঙ্গি' অ্যাখা দেয়। এই ঘটনাটি শুক্রবার ২৬ নভেম্বর ঘটে। ভিডিওতে ওই মুসলিম পড়ুয়াকে এও বলতে শোনা গিয়েছে যে, 'মুসলিম হওয়ার জন্য রোজ রোজ এই ধরনের জিনিসের মুখোমুখি হতে হবে যেটা একেবারেই মজার বিষয় নয়।' অধ্যাপককে এরপর বলতে শোনা যায় যে ওই পড়ুয়া তাঁর ছেলের মতো। উত্তরে ওই পড়ুয়া বলেন, 'না, যদি বাবাও এমন বলে, সেটা তার ওপর। এটা মজার বিষয় নয়'। ওই পড়ুয়া আরও বলেন, 'আপনি আপনার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? আপনি তাঁকে জঙ্গি বলেন? আপনি কীভাবে ঘর ভর্তি লোকের সামনে আমায় জঙ্গি বলতে পারেন? এটা শ্রেণীকক্ষ, আপনি পেশাদারের দিক থেকে অধ্যাপক, আমাদের পড়ান। আপনি এভাবে আমায় সম্বোধন করতে পারেন না।' ভিডিওতে অবশ্য ওই অধ্যাপককে পরে পড়ুয়ার থেকে ক্ষমা চেয়ে নিতে দেখা যায়।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই এমআইটি ওই অধ্যাপককে বহিষ্কার করে এবং তাঁর বিরুদ্ধে আভ্যন্তরীন তদন্তের নির্দেশ দেয়। মণিপাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের ডিরেক্টর এসপি কর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি কারণ আমদের এই প্রতিষ্ঠানে সর্ব ধর্ম ও এক পৃথিবী ও এক পরিবার এই নীতির ওপর বিশ্বাসী। এই ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে এবং যেটা দরকার সেটাই করা হবে। ওই পড়ুয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ওই অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।'
তবে পড়ুয়া ও অধ্যাপকের মধ্যে কি ধরনের কথোপকথন হয়েছিল সে বিষয়ে কলেজ সেভাবে কোনও তথ্য দেয়নি। কলেজের পক্ষ থেকে বলা হয়, 'আমরা এখনও এ বিষয়ে কিছুই জানি না কারণ সাধারণ ক্লাস চলার সময় এই ঘটনা ঘটে এবং ঠিক কোন বিষয়ের ওপর এই ঘটনার সূত্রপাত তা বলা কঠিন। তবে আমরা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছি। এ ধরনের কিছু হবে কেউই ভাবতে পারেননি তাই পড়ুয়ারা আতঙ্কে আছে আর আমরা এটাও জানি না যে কে এই ভিডিওটি করেছে।' এস পি কর বলেন, 'প্রতিষ্ঠানটি যাতে স্বাভাবিকভাবে চলে আমরা তা নিশ্চিত করছি। শুধুমাত্র সংশ্লিষ্ট অধ্যাপকই নির্দিষ্ট উত্তর দিতে পারেন কারণ তদন্ত চলছে।'
ডিসেম্বরে সূর্যের গোচর, এই রাশির জাতকরা পাবেন অর্থ–সফলতা সবকিছু