For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলেছে রাষ্ট্রপতির সবুজ সংকেত, চলতি মাসেই দেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে এনভি রমন

মিলেছে রাষ্ট্রপতির সবুজ সংকেত, চলতি মাসেই দেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে এনভি রমন

  • |
Google Oneindia Bengali News

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন জাস্টিস এনভিরমন। আগামী ২৪ এপ্রিল থেকে বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদের জায়গায় তিনি দায়ভার হাতে তুলে নিতে চলেছেন বলে খবর। দেশের প্রধানবিচারপতির পদ অলঙ্কৃত করার জন্য ইতিমধ্যেই তাঁকে নিয়োগপত্রও দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে চিরাচরিত রীতি মোনে অবসরের একমাস আগেই পরবর্তী উত্তরসূরীর নাম সুপারিশ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।

মিলেছে রাষ্ট্রপতির সবুজ সংকেত, চলতি মাসেই দেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে এনভি রমন

এদিকে আগামী ২৩ এপ্রিল অবসর গ্রহণ করতে চেলেছেন বোবদ। তারপরেই আমরা তাঁর শূন্য চেয়ারে দেখতে চলেছি বিচারপতি এনভি রমনকে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি এনভি রমন। তারপর পড়াশোনা শেষে আইনের পথকেই জীবন জীবিকা হিসাবে বেছে নেন তিনি। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতিও হন তিনি। এমনকী দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়ভারও গ্রহণ করেন তিনি।

এমনকী রমন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের পাশাপাশি সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন বিচারপতি এনভি রমন। এদিকে তাঁর দীর্ঘ কর্ম জীবনে একাধিক ঐতিহাসিক রায় দিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। রজার ম্যাথিউ বনাম দক্ষিণ ভারত ব্যাংক লিমিডেট, কেন্দ্রীয় জন তথ্য আধিকারিক বনাম সুভাষ চন্দ্র আগরওয়াল, মিডিয়া বনাম জম্মু ও কাশ্মীর সরকার, অনুরাধা ভাসিন বনাম ভারত সরকার মামলাতেও তাঁর রায় নজর কাড়ে গোটা দেশের।

তৃতীয় দফায় বাংলা জুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা তখন তামিলনাড়ু থেকে কেরলের ভোটচিত্র কী বলছে

English summary
NV Raman is set to become the country's new chief justice this month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X