For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: বাজেট অধিবেশনের সূচনা ভাষণেই আত্মনির্ভর ভারত গড়ার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বাজেট অধিবেশনে প্রথম বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেখানেই আত্মনির্ভর ভারত গড়ার বার্তা দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বাজেট অধিবেশনে প্রথম বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেখানেই আত্মনির্ভর ভারত গড়ার বার্তা দিলেন তিনি। রাষ্ট্রপতির মতে, ২০৪৭ সালের মধ্যে এমন দেশ তৈরি করতে হবে যেখানে আধুনিকতার নজির তৈরি হবে। মানুষ পরিষেবা দেওয়ার জন্যে যথেষ্ট ক্ষমতা থাকবে দেশের। এছাড়াও এদিন রাষ্ট্রপতির বক্তব্যে ডিজিটাল ইন্ডিয়া সহ স্বচ্ছ সরকারের কথা উঠে এসেছে।

ভারত গড়ার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্যে

একই সঙ্গে পাকিস্তান এবং চিন সীমান্তে যোগ্য জবাব দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়াও এদিন একাধিক ইস্যুতে কথা বলেন রাষ্ট্রপতি।

রীতি মেনে রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের উদ্দেশ্যে সেন্ট্রাল হলে এদিন বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দাবি করেছেন, আত্মবিশ্বাসে ভারত এখন শীর্ষে রয়েছে। গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। নানা ক্ষেত্রে আন্তজাতিক ইস্যুতেও ভারতই সমস্যা সমধান করছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

এদিন তিনি আরও বলেন, আমাদের এমন এক তৈরি করতে হবে যেখানে দারিদ্র বলে কিছু থাকবে না। মধ্যবিত্তরাও হবেন বিত্তশালী। যে দেশে মহিলা এবং যুব সম্প্রদায় সামনের সারিতে থেকে সমাজকে পথ দেখাবে। যে দেশে যুব সম্প্রদায় সমাজের থেকে দুই ধাপ এগিয়ে থাকবে।

অন্যদিকে রাষ্ট্রপতি মুর্ম আরও বলছেন, অমৃতকালের ২৫ বছরে ভারতের উন্নয়নকে সর্বশিখরে নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারকেও সাহসী এবং স্থায়ী সরকার বলেও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

তাঁর কথায়, ভারতের বৃহত্তম স্বপ্ন পুরনের জন্যে কাজ করছে সরকার। তাঁর মতে, ভারতীয়দের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে সেটাই সবথেকে বড় পরিবর্তন। এই প্রসঙ্গে কাশ্মীরে ৩৭০ ধারা, প্রত্যাহার, তিন তালাক পদ্ধতির অপসারণের কথাও এদিন মনে করিয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু।

পাশাপাশি রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দুর্নীতি শেষ করতে বধ্যপরিকর এই সরকার। তিনি বলেন, আগে ট্যাক্স রিফান্ডের জন্যে অনেক দিন অপেরক্ষা করতে হত। আর এখন মাত্র দুএক দিনেই সম্ভব হয় বলে জানিয়েছে। করের ক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়টিও তুলে ধরেছেন রাষ্ট্রপতি। ভাইব্রেন্ট ভিলেজেস, বেটি বাঁচাও বেটি পড়াও মতো স্কিমের প্রশংসা করেছেন তিনি। মনে করিয়ে দেন, কেন্দ্রের সরকার নিশ্চিত করেছে যে যে কোনও ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে।

অযোধ্যা ধামের পাশাপাশি কেদারনাথ, কাশী বিশ্বনাথ ধামের উন্নয়নের কথাও এদিন উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মুর্মু। তাঁর মতে, খুব শীঘ্রই ভারত বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কে দেশ হিসাবে জায়গা করে নেবে। তিনি আরও জানান, বর্তমান সরকারের তত্ত্বাবধানে প্রতিরক্ষা সংক্রান্ত রফতানি কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে দুর্নীতিই গণতন্ত্রে সবথেকে বড় শত্র বলে এদিন উল্লেখা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

English summary
President draupadi murmu called for aatmanirbhar bharat in her pre budget speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X