For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর একসময়ের নির্বাচনী 'স্ট্র্যাটেজিস্ট' প্রশান্ত কিশোর ভিড়লেন নীতীশের দলে

প্রশান্ত কিশোর এবার পুরোপুরি রাজনীতিতে যোগ দিলেন। এবার থেকে জেডিইউ নেতা হিসাবে কাজ করবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের রণকৌশল অসাধারণ উপায়ে সাজিয়েছিলেন নির্বাচনী রণকৌশলী হিসাবে খ্যাত প্রশান্ত কিশোর। পিছন থেকে তাঁর তুখোড় স্ট্র্যাটেজিতে ভর করেই সারা দেশে গেরুয়া ঝড় উঠেছিল। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে। সেই প্রশান্ত কিশোর এবার পুরোপুরি রাজনীতিতে যোগ দিলেন। এবার থেকে জেডিইউ নেতা হিসাবে কাজ করবেন তিনি।

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের যোগ জেডিইউ-য়ে

এদিন বিহারের পাটনায় জেডিইউ-র রাজ্য কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে দলে যোগ দেন প্রশান্ত। আগামী লোকসভা ভোটে তিনি যে দলের অন্যতম কাণ্ডারী হবেন তা নিশ্চিত করে বলা যায়।

[আরও পড়ুন: কলকাতার পর দিল্লিতে একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন][আরও পড়ুন: কলকাতার পর দিল্লিতে একটি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন]

এর আগে গুজরাতে নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেন তিনি। তাঁর বিভিন্ন প্রচারের রণকৌশল সাজিয়েছেন প্রশান্ত। ২০১৪ সালে প্রচারের নেতৃত্বে ছিলেন। ২০১৫ সালে বিজেপি ছেড়ে জেডিইউ-আরজেডি-কংগ্রেস জোটের হয়ে রণকৌশল তৈরি করেন। যার ফলে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়ে ফেরেন নীতীশ কুমার। তখন থেকেই নীতীশের সঙ্গে রয়েছেন প্রশান্ত। এবার যোগ দিলেন সহযোদ্ধা হিসাবেও।

[আরও পড়ুন: '২০৪৭ সালে ফের দেশ ভাগ হবে, বদলে যেতে পারে ভারতের নামও' কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে নতুন বিতর্ক][আরও পড়ুন: '২০৪৭ সালে ফের দেশ ভাগ হবে, বদলে যেতে পারে ভারতের নামও' কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে নতুন বিতর্ক]

[আরও পড়ুন: এভাবে আর কতদিন! জতুগৃহ কলকাতা আছে কলকাতাতেই][আরও পড়ুন: এভাবে আর কতদিন! জতুগৃহ কলকাতা আছে কলকাতাতেই]

English summary
Prashant Kishor joins JDU in presence of Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X