For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে দল পাচ্ছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর! নেতার ঘোষণায় জল্পনা

পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর আপ-এ যোগ দিতে পারেন, যদি তিনি চান। এমনটাই মন্তব্য় করেছেন সিনিয়র আপ নেতা সঞ্জয় সিং।

  • |
Google Oneindia Bengali News

পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন, যদি তিনি চান। এমনটাই মন্তব্য করেছেন সিনিয়র আপ নেতা সঞ্জয় সিং। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে চুক্তি করেছিলেন। সম্প্রতি হওয়া নির্বাচনে বিপুল ভোটে জিতে অরবিন্দ কেজরিওয়াল তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন।

'প্রশান্ত কিশোর আপ-এ যোগ দিতে পারেন'

'প্রশান্ত কিশোর আপ-এ যোগ দিতে পারেন'

আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, প্রশান্ত কিশোরজি যদি চান, তিনি আপ-এ যোগ দিতে পারেন। আপ যোগ দেওয়াটা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত

জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত

দিল্লির নির্বাচনের আগেই দিল্লির জোট নিয়ে দলের সুপ্রিমো নীতীশ কুমারের মতের মিল না হওয়ায় এবং সিএএ এবং এনআরসি নিয়ে দলের অবস্থান নিয়ে অসন্তোষজনক মন্তব্য করায় প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল।

কেন বহিষ্কার, বলেছিলেন প্রশান্ত কিশোর

কেন বহিষ্কার, বলেছিলেন প্রশান্ত কিশোর

কেন তাঁকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল তা নিজের মুখে বলেছিলেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন, নীতীশ কুমারের সঙ্গে মতের মিল না হওয়া এবং বিজেপির সঙ্গে দলের সম্পর্ক নিয়ে তিনি প্রশ্ন তোলায় তাঁকে বহিষ্কার করে হয়েছিল। পাশাপাশি বিহারে নীতীশ কুমারের বিরুদ্ধে ১০০ দিন ব্যাপী 'বাত বিহার কি' নাম দিয়ে প্রচার চালানোর সিদ্ধাব্তও তিনি নিয়েছেন।

বিহারের বিরোধী নেতাদের সঙ্গে কথা প্রশান্তের

বিহারের বিরোধী নেতাদের সঙ্গে কথা প্রশান্তের

ইতিমধ্যেই বিহারে বিজেপি-জেডিইউ বিরোধী অবস্থানে থাকা দুই নেতার সঙ্গে কথা বলেছেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার তিনি করা বলেছেন, হিন্দুস্তানি আওয়ামি মোর্চার প্রধান জিতেন রাম মাঞ্ঝির সঙ্গে। তিনি জেডিইউতে যোগ দিয়েছিলেন ২০০৫ সালে। তাঁকে বিহারের মুখ্যমন্ত্রীও করা হয়েছিল।
প্রশান্ত কুমার কথা বলেছেন, আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহার সঙ্গেও। কুশওয়াহা প্রথম এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। ২০১৮-র ডিসেম্বরে তিনি এনডিএ থেকে সরে আসেন।

English summary
Prashant Kishor can join AAP if he wants, says Arvind Kejriwal's party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X