For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM SVANidhi scheme-এ ২০ হাজার টাকা পর্যন্ত মিলতে পারে লোন! কীভাবে আবেদন করবেন এই স্কিমে টাকা পেতে

গত দুবছর ধরে গোটা দেশে করোনার সংক্রমণ চলছে। যার ফলে মাঝে মধ্যেই একাধিক রাজ্য লকডাউন ঘোষণা করা হচ্ছে। এর ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে যারা রাস্তার ধারে ব্যবসা করছেন। বড় দোকান ছাড়াও বহু মানুষ রাস্তায় একাধিক ব্যবসা করে থাকেন

  • |
Google Oneindia Bengali News

গত দুবছর ধরে গোটা দেশে করোনার সংক্রমণ চলছে। যার ফলে মাঝে মধ্যেই একাধিক রাজ্য লকডাউন ঘোষণা করা হচ্ছে। এর ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে যারা রাস্তার ধারে ব্যবসা করছেন। বড় দোকান ছাড়াও বহু মানুষ রাস্তায় একাধিক ব্যবসা করে থাকেন।

লকডাউনের কারণে অনেক সময়ে দেখা যাচ্ছে তাঁদের রোজগার একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় এমন সমস্ত স্ট্রিট ভেন্ডার (street vendors) দের সুবিধার কথা ভেবে 'আত্মনির্ভর নিধি'র নামে একটি যোজনার কথা ঘোষণা করা হয়।

যদিও পরবর্তীকালে এই যোজনার নাম বদলে হয় PM SVANidhi scheme।

street vendors খুব সহজে লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে

street vendors খুব সহজে লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে

এই যোজনার মাধ্যমে street vendors খুব সহজে লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে। ২০ হাজার টাকা পর্যন্ত এই স্কিমে লোন পাওয়া যায়। PM SVANidhi Yojana-এর মাধ্যমে বিহু মানুষ উপকৃত হচ্ছেন। সোমবার এক প্রকল্পের কথা ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার svanidhi yojana নিয়ে এসেছে। আজ দেশের ছোট বড় সমস্ত রাজ্যের শহর কিংবা গ্রামের ছোট ব্যবসায়ী থেকে শুরু করে ঠেলাওয়ালা এই সুবিধা ভোগ করছে। মোদীর দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রায় ২৩ লক্ষ মানুষ এই সুবিধা ভোগ করছে। তবে এই যোজনা ২০২২ সাল পর্যন্ত টার্গেট তৈরি করা হয়েছে। এই সময়সীমার মধ্যে দেশের ৫০ লক্ষ মানুষকে এই যোজনার সুবিধা দেওয়ার টার্গেট মোদী সরকার নিয়েছে।

PM SVANidhi Yojana নিয়ে বিস্তারিত তথ্য

PM SVANidhi Yojana নিয়ে বিস্তারিত তথ্য

লকডাউনের কারণে বহু মানুষ কাজ হারায়। সবথেকে বেশি খারাপ অবস্থা হয় street vendors-দের। এই অবস্থায় এক ধাক্কায় কমে বেকার হতে হয় হকারদের। এই অবস্থায় হকাররা যাতে নতুন করে লোন পেয়ে ব্যবসা শুরু করতে পারেন সেদিকে তাকিয়ে এই যোজনা ঘোষণা করা হয়।

এই যোজনাতে কি সুবিধা পাওয়া যাবে

এই যোজনাতে কি সুবিধা পাওয়া যাবে

যেহেতু হকারদের কথা ভেবে এই যোজনা নিয়ে আসা হয়েছে সেই কারণে একগুচ্ছ সুবিধার কথা বলা হয়েছে। এই যোজনাতে একেবারে কম সুদের হারে ২০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে সরকারের তরফে। শুধু তাই নয়, ঠিক সময়ে যাতে লোনের টাকা মিটিয়ে দেওয়া হয় তাহলে কেন্দ্রের তরফে ভর্তুকি দেওয়া হবে। সুদের উপর ৭ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। এমনটাই যোজনাতে বলা হয়েছে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে এই টাকা দিলে প্রচুর পরিমানে ক্যাশব্যাক পাওয়া যাবে। সঠিক ভাবে এবং সঠিক সময়ে যাতে লোনের টাকা মিটিয়ে দেওয়া হয় তাহলে আগামিদিনে আরও লোন দেওয়া হবে।

হকারদের লোন কোন ব্যাঙ্ক দিয়ে থাকে

হকারদের লোন কোন ব্যাঙ্ক দিয়ে থাকে

কর্মাশিয়াল ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক সহ রাষ্ট্রায়ত্ব সমস্ত ব্যাঙ্ক থেকে এই যোজনার মাধ্যমে লোন নেওয়া সম্ভব। এছাড়ও বিভিন্ন নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি থেকেও এই যোজনাতে ২০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব। এছাড়াও https://pmsvanidhi.mohua.gov.ইন এই ওয়েবসাইটে গিয়েও এই যোজনার মাধ্যমে আবেদন করা যেতে পারে। এই ওয়েবসাইটে স্কিমের বিষয়ে আরও বিস্তারিত ভাবে বলা হয়েছে।

কারা এই লোনের সুবিধা পাবেন?

কারা এই লোনের সুবিধা পাবেন?

প্রত্যেকদিন যারা রাস্তায় ঘুরে ফিরে বিভিন্ন দ্রব্য বিক্রি করে তাঁরা এই সুবিধা ভোগ করতে পারবেন।

যে সমস্ত হকারা বিভিন্ন অলিতে গলিতে ঠেলা গাড়ী নিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করেন তারাও এই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এমনকি যারা রাস্তার ধারে অস্থায়ী দোকান করে ব্যবসা চালায় তাঁরাও এই যোজনার মাধ্যমে লোন নিতে পারবেন। এমনকি মুচি, পানের দোকান কিংবা রাস্তার ধারে লন্ড্রি চালায় তারাও এই সুবিধার সুযোগ ভোগ করতে পারবেন।

English summary
PM SVANidhi scheme: One can take loan of 20,000, know how to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X