For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: জরুরি অবস্থার প্রতিবাদ করায় কিশোর কুমারকে হেনস্থা হতে হয়েছিল, রাজ্যসভায় স্মরণ করালেন মোদী

Union Budget 2022: জরুরি অবস্থার প্রতিবাদ করায় কিশোর কুমারকে হেনস্থা হতে হয়েছিল, রাজ্যসভায় স্মরণ করালেন মোদী

Google Oneindia Bengali News

জরুরি অবস্থা ঘোষণা করে দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসের পরিবরতন্ত্র নিয়ে বলতে গিয়ে কিশোর কুমারের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রকাশ্যই বলেই পরিবারের সিদ্ধান্তের বিরোধিতা করলে কী হতে পারে সেকথা অনেকেই জানেন। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরোধিতা করে তাঁকে বয়কট করেছিলেন কিশোর কুমার। তার জন্য শিল্পীর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। যাকে বলে রাজরোষে পড়েছিলেন কিশোর কুমার।

জরুরি অবস্থা নিয়ে নিশানা

জরুরি অবস্থা নিয়ে নিশানা

কংগ্রেস না থাকলে দেশে জরুরি অবস্থা থাকত না। পরিবার তন্ত্র যে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্যে জরুরি অবস্থা জারি নিয়ে ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন তিনি। কংগ্রেসের পরিবার তন্ত্র রয়েছে বলেই ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করতে পেরেছিলেন। কংগ্রেস কোনও দিনই গণতন্ত্রকে মান্যতা দেয়নি বলে অভিযোগ করেছেন মোদী। ইন্দিরা গান্ধীর ভুল সিদ্ধান্তের মাশুল দিয়েছে গোটা দেশ। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী।

কিশোর কুমারকে হেনস্থা

কিশোর কুমারকে হেনস্থা

সিদ্ধান্তের বিরোধিতা করলে কী অবস্থা করা হত সাধারণ মানুষকে তা জানে অনেক রাজনৈতিক নেতাই। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন সেসময়কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিশোর কুমার। ইন্দিরা গান্ধীকে বয়কট করেছিলেন তিনি। তার জন্য কিশোর কুমারকে কম হেনস্থা করা হয়নি। তাঁর সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁকে সেসময় অনুষ্ঠান করতে দেওয়া হত না বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লতা মঙ্গেশকরের ভাইকে হেনস্থা

লতা মঙ্গেশকরের ভাইকে হেনস্থা

শুধু কিশোর কুমার নয় কংগ্রেসের বিরোধিতা করায় হেনস্থা হতে হয়েছিল লতা মঙ্গেশকরের ভাইকেও। গোয়ার অল ইন্ডিয়া রেডিও স্টেশনের কাজ থেকে বহিষ্কার করা হয়েছিল হৃদয়নাথ মঙ্গেশকরকে। তার কারণ তিনি বীর সাভারকারের কবিতা পাঠ করেছিলেন নিজের অনুষ্ঠানে। এটাই ছিল কংগ্রেসের স্বাধীনতার বহিঃপ্রকাশ। শুধু হৃদয়নাথ মঙ্গেশকর নয় মজনু সুলতানপুরীর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছিল। মজনু সুলতানপুর এবং ধরমপালকে জেলে ভরা হয়েছিল নেহরুর সমালোচনা করার জন্য। রাজ্যসভায় প্রকাশ্যে সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

পরিবারের বিরোধিতা করলেই কোপ

পরিবারের বিরোধিতা করলেই কোপ

প্রকাশ্যে কংগ্রেসের পরিবারতন্ত্রকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন পরিবারতন্ত্র যে কী ভয়ঙ্কর হতে পারে কংগ্রেস তা দেখিয়ে দিয়েছে। পরিবার তন্ত্রের বিরোধিতা যে করেছে তাকেই শাস্তি ভোগ করতে হয়েছে। অথচ সেই কংগ্রেস এখন গণতন্ত্র নিয়ে কথা বলছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক নিশানা করেছে কংগ্রেস নেতাদের। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পর দেশে পরিবার তন্ত্র কায়েম করেছিল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
PM Narendra Modi speech at Rajyasabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X