For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM Modi And Egypt's President: সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়বে ভারত-মিশর: মোদী

প্রজাতন্ত্র দিবসে এবার ভারতের অতিথি Egypt-এর রাষ্ট্রপতি Abdel Fattah El-Sisi। তাঁর ভারত সফরে একাধিক চুক্তি হয়েছে আজ দু দেশের মধ্যে। বিস্তারিত গোটা প্রতিবেদনে

  • |
Google Oneindia Bengali News

PM Modi And Egypt's President: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস! এবার প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে ভারতে এসেছেন Egypt-এর রাষ্ট্রপতি Abdel Fattah El-Sisi। তাঁর ভারত সফরে আজ বুধবার বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একাধিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

আর এরপরেই Abdel Fattah El-Sisi-কে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। আর সেখানে তিনি বলেন, ভারত এবং মিশর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি।

ভারত-মিশরের মধ্যে কয়েক হাজারের পুরানো সম্পর্ক

ভারত-মিশরের মধ্যে কয়েক হাজারের পুরানো সম্পর্ক

অন্যদিকে ভারত এবং মিশরে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর সম্পূর্ণ হওয়াতে বিশেষ ডাকটিকিট প্রকাশ হয়। এবং একে অপরকে তুলে দেওয়া হয় সেটি। এছাড়াও সাইবার সুরক্ষাকে আরও মজবুত করতে CERT India এবং CERT Egypt এর মধ্যে চুক্তি হয়েছে। এছাড়াও তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ভারত এবং মিশর আগামিদিনে আরও কাছাকাছি এসে যাতে কাজ করতে পারে সেই সংক্রান্ত চুক্তিও দু'দেশের মধ্যে হয়েছে। যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলছেন, ভারত-মিশরের মধ্যে কয়েক হাজারের পুরানো সম্পর্ক। এমনকি গুজরাতের লোথাল বন্দর দিয়ে চার হাজার বছর আগেও মিশরের সঙ্গে বাণিজ্য চলত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে G-20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত। আর তা তুলে ধরেই প্রধানমন্ত্রী বলেন, অতিথি দেশ হিসাবে এবার মিশরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে।

আতঙ্কবাদ ইস্যুতে চিন্তিত দুই দেশ

আতঙ্কবাদ ইস্যুতে চিন্তিত দুই দেশ

এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে যথেষ্ট উদ্বেগের কথা বলেন প্রধানমন্ত্রী। যে ভাবে গোটা বিশ্বেই মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদ তা নিয়ে ভারত এবং মিশর যথেষ্ট চিন্তিত বলেও মন্তব্য করেন তিনি। সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। আর এই অবস্থায় ভারত এবং মিশর যৌথ ভাবে সন্ত্রাদবাদের বিরুদ্ধে লড়াই করবে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। সমস্ত শক্তি দিয়ে এই বিষয়ে লড়াইয়ে সহমত ভারত এবং মিশর।

মোদীর প্রশংসায় মিশরের রাষ্ট্রপতি

মোদীর প্রশংসায় মিশরের রাষ্ট্রপতি

পাশাপাশি ভারত এবং মিশরের মধ্যে সামরিক সমঝোতার কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা এলাকাতে শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূরণ বলেও মন্তব্য করেন তিনি। আর তাই ভারত এবং মিশরের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে কৌশলগত অংশীদারিত্বে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত Abdel Fattah El-Sisi-এর সঙ্গে বসে নিয়েছি বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। অন্যদিকে এদিন প্রধানমন্ত্রীর মোদীর প্রশংসা করেন সে দেশের রাষ্ট্রপতি। তিনি বলেন, ২০১৫ সালে নিউ ইয়র্কে মোদীর সঙ্গে দেখা হয়। সেই সময়েই আমি বুঝেছিলাম উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

English summary
PM Narendra Modi meets Egypt president, Modi says both countries are concerned for terrorism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X