For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে ত্রিপুরায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে সেই সময়। এরমধ্যে রয়েছে উন্নততর ক্যানসার সেন্টারও।

  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারিতে ত্রিপুরায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে সেই সময়। এরমধ্যে রয়েছে উন্নততর ক্যানসার সেন্টারও। এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের এক আধিকারিক।

লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী

আগরতলার আঞ্চলিক ক্যানসার রিসার্চ সেন্টার, যেখানে বছরে ২ হাজারের বেশি ক্যানসার রোগীর চিকিৎসা করা হয়। সেই কেন্দ্রেরই নতুন ভবন এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হচ্ছে।
সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ত্রিপুরায় ক্যানসারে ৩,৭৮৬ জনের মৃত্যু হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মিডিয়া অ্যাডভাইসার সঞ্জয় মিশ্র বলেছেন, রাজ্যের ক্যানসার হাসপাতাল প্রজেক্ট নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। বৈঠকে মুখ্যসচিব এলকে গুপ্তা, পূর্ত সচিব মনোজ কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সমরজিৎ ভৌমিক উপস্থিত ছিলেন।

সঞ্জয় মিশ্র জানিয়েছেন, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। যাঁর মধ্যে রয়েছে ক্যানসার সেন্টারের নতুন ভবনের উদ্বোধন। বিপ্লব দেব নিজেই ওই ক্যানসার সেন্টারের কাজ খতিয়ে দেখেছেন।

বুধবার দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। ক্যানসার কেন্দ্রের উদ্বোধনের বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হবে বলে জানা গিয়েছে।

উত্তর পূর্বে তামাক ব্যবহারে শীর্ষে রয়েছে ত্রিপুরা। রাজ্যের রোগীদের ৬৪.৫ শতাংশই নিকোটিন নিয়ে থাকেন বলে রিপোর্টে প্রকাশ।

English summary
PM Narendra Modi may visit Tripura in February to inaugurate projects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X