For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংহাইয়ে মোদীর বক্তৃতার উল্লেখযোগ্য কয়েকটি উক্তি

Google Oneindia Bengali News

সাংহাই, ১৬ মে : সাংহাই দিয়েই আজই ৩ দিনের চীন সফরে ইতি চানতে চলেছেন প্রধানমন্ত্রী। চীন সফর শেষ করার আগে আজ প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে একেবারে নিজের ঢংয়ে, রসবোধে পরিপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেই বক্তৃতারই কয়েকটি উল্লেখযোগ্য উক্তি তুলে ধরা হল এখানে [স্মৃতিচারণ : ১ বছর আগে এই দিনেই মোদী ঝড়ে ভারত হয়েছিল গেরুয়া!]

সাংহাইয়ে মোদীর বক্তৃতার উল্লেখযোগ্য কয়েকটি উক্তি

  • সময় দ্রুত গতিতে বদলাচ্ছে। কেউ ভাবতে পারত না এত ভারতীয় নাগরিকরা চীনে আনন্দে শান্তিতে বসবাস করতে পারে।
  • আগে সবাই বলত, ভারতের বাইকে কতজন আর মোদীকে চেনে? শুধু গুজরাতের লোকেরাই মোদীকে চেনে।
  • সমালোচনাটা ঠিক, কিন্তু সন্দেহটা ভুল প্রমাণিত হয়েছে।
  • আমার বায়োডাটা দেখে কেউ আমাকে প্রধানমন্ত্রী করত না।
  • না আমি কিছু ভুলি, না আমি ভুলতে দিই।
  • আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনও কাজ অর্ধেক ছাড়ব না। আমি কী একটাও ছুটি নিয়েছি? আমি কী ঘুরতে বেড়িয়েছি?আমি মনোযোগ সহকারে কাজ করছি না?
  • আমার দুর্ভাগ্য বেশি কাজের জন্যও আমার সমালোচনা হচ্ছে। যেন কঠোর পরিশ্রম অপরাধ। তবে ১২৫ কোটি মানুষের জন্য এই অপরাধ করতে আমি প্রস্তুত।
  • আমি চাই আপনারা দুহাত তুলে আমায় আশীর্বাদ করুন যাতে আমি এমন কোনও ভুল করে না ফেলি যার জন্য আমার দেশের জনস্বার্থ ক্ষুণ্ণ হয়।
  • আপনারা যখন কাল রবিবারের ছুটি উপভোগ করবেন আমি তখন মোঙ্গোলিয়ায় কাজ করব।
  • ভাবা যায় মোঙ্গোলিয়ায় সংসদ অধিবেশন শুরু হবে রবিবার আর সেখানে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী।
  • ভারত ও চায়না বিশ্বের জনসংখ্য়ার এক তৃতীয়াংশ। আমরা কী আগে এই দুই দেশের একত্রিত শক্তি নিয়ে এভাবে ভেবেছি? আমরা ভাবতাম আমরা দুটি গরীব দেশ।
  • সবাই শুধু বিশ্বের উষ্ণায়ন নিয়ে কথা বলছে। এই পরিস্থিতি মানবজাতি নিজেই তৈরি করেছে। গোটা বিশ্বে একমাত্র আমরাই শতাব্দী ধরে প্রকৃতিকে ভাসবেসে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষেরা আমাদের শিখিয়েছে প্রকৃতিকে ভালবাসতে।
  • আমরা সেই মানুষ য়ারা বলেছে প্রকৃতির শোষণ অপরাধ।
  • ৩০ বছরে এই প্রথম কোনও সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে। তাই কেউ প্রথমের দিকে আমাদের গুরুত্ব দেয়নি।
  • চীনের মানুষ ভারতের সম্পর্কে জানতে চায়। আপনারা (চীনের ভারতীয়রা) সেরা ব্যক্তি যারা চীনের মানুষদের ভারতে নিয়ে আসতে পারেন।
  • ৫ জন চীনা ব্যক্তিকে ভারতে নিয়ে আসুন।
English summary
PM Narendra Modi Addresses Indian Community Reception in Shanghai: Highlights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X