For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ, ফের একবার মামলা গড়াল সুপ্রিমকোর্টে

Google Oneindia Bengali News

রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ ফের সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল৷ তবে, মামলাটি ২ সপ্তাহ পরে শোনা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এসএ বোবদে৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাফাল চুক্তিতে ভারত সরকার এবং ফ্রান্সের সামরিক বিমান সংস্থা দাসোঁর মাঝে কোনও তৃতীয় পক্ষ ছিল বলে অভিযোগ উঠেছে৷ যাদের দাসোঁ-র তরফে প্রায় ১ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷

সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

এদিন সেই অভিযোগেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ কিন্তু মামলাকারীর আইনজীবী তাঁর এই মামলাটি তালিকাভুক্ত করার জন্য আবেদন করলে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি দুই সপ্তাহ পর শোনা হবে বলে জানিয়েছে৷

মধ্যস্থতার দাম হিসেবে ১.১ মিলিয়ন ইউরো দেয় দাসোঁ

মধ্যস্থতার দাম হিসেবে ১.১ মিলিয়ন ইউরো দেয় দাসোঁ

প্রসঙ্গত, এক ফরাসি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের দুর্নীতি দমন শাখার তদন্তে রাফাল চুক্তিতে মিডলম্যানের বিষয়টি জানা গিয়েছে৷ অভিযোগ উঠেছে ভারতীয় সংস্থা ডেফসেস সলিউশনকে মধ্যস্থতার দাম হিসেবে ১.১ মিলিয়ন ইউরো দিয়েছে দাসোঁ এভিয়েশন৷ বদলে দাসোঁকে ৫০টি যুদ্ধবিমানের মডেল উপহার স্বরূপ দিয়েছে ওই সংস্থা৷

দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার

দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার

মিডিয়াপার্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, টাকা লেনদেনে দুর্নীতির বিষয়টি প্রথম নজরে আসে ফ্রান্সের দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার৷ দাসোঁর অডিট চলাকালীন ধরা পড়ে গরমিল৷ কিন্তু এনিয়ে মামলার পথে যেতে নারাজ আফা কর্তৃপক্ষ৷ ফরাসি দুর্নীতিদমন গোয়েন্দা সংস্থার হাতে আসা তথ্য বলছে, রাফালের ৫০টি রেপ্লিকা তৈরির জন্য ১০ লক্ষ ১৭ হাজার ৮৫০ ইউরোর বরাত দেওয়া হয়েছিল৷ প্রসঙ্গত, রাফালের এক-একটি রেপ্লিকা তৈরির খরচ ধরা হয়েছিল ২০ হাজার ইউরোরও বেশি৷ ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্ট-এর দাবি, ক্লায়েন্টদের উপহার বাবদ দাসোঁ কত টাকা খরচ করছে, আইন মাফিক তা প্রকাশ্যে আনতে বাধ্য নয় তারা৷

সুশেন গুপ্তার বিরুদ্ধে আগের থেকেই দুর্নীতির অভিযোগ রয়েছে

সুশেন গুপ্তার বিরুদ্ধে আগের থেকেই দুর্নীতির অভিযোগ রয়েছে

প্রসঙ্গত, এই ডেফসেস সলিউশনের কর্ণধার সুশেন গুপ্তার বিরুদ্ধে ইতিমধ্যে অগাস্টা-ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতির তদন্ত জারি রয়েছে৷ সেই মামলায় এর আগে সুশেন গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান৷ যদিও দাসোঁ এভিয়েশনের সাবকন্ট্রাক্টর হিসেবে পরিচিত ডেফসেস সলিউশন দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছে৷

English summary
PIL filed in Supreme Court, over alleged corruption in Rafale deal with Dassault, hearing after 2 weeks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X