For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারতীয় বিশিষ্ট কিছু রাজনৈতিক নেতার অকাল ও দুঃখজনক মৃত্যু

Google Oneindia Bengali News

(ছবি) ভারতীয় বিশিষ্ট কিছু রাজনৈতিক নেতার অকাল ও দুঃখজনক মৃত্যু
মুম্বই, ৩ জুন : বেরিয়েছিলেন মুম্বই যাবেন বলে। কিন্তু শেষমেষ আর যাওয়া হল না। দিল্লি বিমানবন্দরের কাছে পথদুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা গোপীনাথ মুণ্ডে। শুধু মুণ্ডেই নয়, গত কয়েক দশকে দুর্ঘটনা বা দুষ্কৃতী হামলায় অকালেই প্রাণ হারিয়েছেন বহু জনপ্রিয় রাজনৈতিক নেতা।

গান্ধী পরিবারের দুই প্রধানমন্ত্রী মা ও ছেলে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে চক্রান্ত করে খুন করা হয়। ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়। রাজীব গান্ধীকে মারার জন্য মানববোমার ব্যবহার করা হয়েছিল। এই দুই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ।

নীচে এমনই কিছু নেতাদের মৃত্যুর তালিকা দেওয়া হল

১৯৭৫- রেলমন্ত্রী ললিত নারায়ণ মিশ্র মারা যান ৩ জানুয়ারি। বোমা বিস্ফোরণে আহত হওয়ার এক দিনের মাথায় প্রাণ হারিয়েছিলেন তিনি।

১৯৮০-কংগ্রেস সাংসদ তথা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কণিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী ২৩ জুন বিমান দুর্ঘটনায় মারা যান।

২০০০- কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ পাইলট রাজস্থানে পথ দুর্ঘটনায় মারা যান।

২০০১- কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া বিমান দুর্ঘটনায় মারা যান।

২০০২- ৩ মার্চ লোকসভা স্পিকার জিএমসি বালাযোগী হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

২০০৫- হরিয়ানা কংগ্রেস নেতা রণবীর সিং মহিন্দ্রা এবং ওপি জিন্দালের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়।

২০০৬- বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজনকে গুলি করে মারা হয়।

২০০৬- বিজেপি নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাহিব সিং বর্মা পথদুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

২০০৯ - অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

২০১১- অরুণাচলপ্রদেশ মুখ্যমন্ত্রী দরজি খাণ্ডু চপার দুর্ঘটনায় মারা যান।

২০১২- টিডিপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ক ইয়ারেন নাইডু পথ দুর্ঘটনায় মারা যান।

২০১৪ - কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুণ্ডে পথদুর্ঘটনায় মারা যান।

{photo-feature}

English summary
(Pic)Untimely, tragic death of some prominent Indian political leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X