For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, ৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, ৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Google Oneindia Bengali News

রবিবারেও রেহাই নেই। ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে ষষ্ঠ দিনে ৫ বার জ্বালানি তেলের দাম বাড়ল। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৫২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির।

 ৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ফের দাম বাড়ছে জ্বালানি তেলের। পাঁচ রাজ্যের ভোটের কারণে গত চার মাস দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। ভোট মিটতেই ফের উর্ধ্বমুখী দামের পারদ। একের পর এক দাম বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের। পর পর ৫ দিন দাম বাড় জ্বালানি তেলের। রবিবার সকাল ৬টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। কলকাতার পাশাপাশি দেশের সব মেট্রো শহরেই দাম বেড়েছে জ্বালানি তেেলর।

রাজধানী দিল্লিতে লিটার প্রতি ৯৯.১১ টাকা করে কিনতে হচ্ছে পেট্রোল। প্রায় ১০০ হয়ে গিয়েছে। গতকাল দাম ছিল ৯৮ টাকার থেকে কিছু বেশি। ডিেজলের দামও বেড়েছে ৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০.৪২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১১৩.৮৩ টাকা। একশো টাকা পার করে বাণিজ্যনগরীতে দৌড়চ্ছে পেট্রোল। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই প্রায়। ৯৮টাকার থেকেও বেশি হয়ে গিয়েছে লিটার প্রতি ডিজেলের দাম।
চেন্নাইয়েও লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ পার করে গিয়েছে। ১০৪.৯০ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৮.১৩ টাকা।

করোনা সংক্রমণের সময় থেকেই উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। তার জেরে দ্রব্যমূল্য বৃদ্ধি মারাত্মক আকার নিয়েছিল। মুদ্রাস্ফীতি প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁঁছে গিয়েছিল। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে শেষে কম কমিয়েছিল কেন্দ্র। এবং রাজ্যগুলিকেও ভ্যাট কমানোর অনুরোধ করা হয়। তার জেরে কিছুটা হলেও কমেছিল পেট্রোল ডিেজলের দাম। তার পরে পাঁচ রাজ্যের ভোটের কারণে দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। এরই মধ্যে আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছিল। তার জেরেই ফের দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের।

English summary
Know Petrol diesel Price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X