For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে লক্ষ্মীবারেও উর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম! বিভিন্ন শহরে দর একনজরে

  • |
Google Oneindia Bengali News

পুজোর আগে হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে জ্বালানির দাম। গত কয়েক মাসে দাম বেড়ে যাওয়ার যে ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, সেই ট্রেন্ডই আরও স্পষ্ট হতে শুরু করে দিয়েছে। এদিকে, দেশের ছয়টি বড় শহরে পেট্রোল , ডিজেলের দাম হু হু করে বেড়ে গিয়েছে। মুম্বই, থেকে কলকাতায় ১০০ টাকা প্রতি লিটারের বেশি দাম রয়েছে পেট্রোলের। সেঞ্চুরির পথে হাঁটছে ডিজেলও। এদিকে উৎসবের মরশুমে দামের এই গতিতে পকেটে আগুন ধরেছে মধ্যবিত্তের। এই জায়গা থেকে দেখে নেওয়া যাক পেট্রোল আর ডিজেলের দামের গতি।

পেট্রোলের দাম

পেট্রোলের দাম

এদিনও জ্বালানির দাম বেড়ে গিয়েছে.। এদিন তেল কম্পানিগুলি সকালবেলায় যে চার্ট তুলে ধরে তাতে দেখা গিয়েছে সপ্তাহে পর পর এই নিয়ে তিনদিন হু হু করে বাড়ল জ্বালানি তেলের দাম।

কলকাতায় পেট্রোলের দাম

কলকাতায় পেট্রোলের দাম

কলকাতায় এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি
১০৩.৯৪ টাকা, পুনেতে পেট্রোলেক দাম ১০৮.৮০ টাকা। বেঙ্গালুরুতে এদিন পেট্রোলের দাম ১০৬.৮৩। উল্লেখ্য, ভারতের প্রায় সমস্ত মেট্রো শহরগুলিতেই ১০০ টাকার উপরে রয়েছে প্রতি লিটারে পেট্রোলের দাম। দক্ষিণী শহর চেন্নাইতে বহু আগেই পেট্রোলের দাম ১০০ টাকা প্রতি লিটারের দর ছাড়িয়ে গিয়েছে, চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা। হায়দরাবাদে পেট্রোলের দাম লিটারে ১০৭.৪০ টাকা, নয়ডায় পেট্রোলের দাম লিটারে ১০০.৫৩ টাকা, মোহালিতে পেট্রোলের দাম ১০৫.৪০ টাকা, চণ্ডিগড়ে পেট্রোলের দাম লিটারে ৯৯.৩৮ টাকা। গুরুগ্রামে পেট্রোলের দাম লিটারে ১০০.৯৫ টাকা।

 ডিজেলের দাম কলকাতা সহ বিভিন্ন শহরে

ডিজেলের দাম কলকাতা সহ বিভিন্ন শহরে

কলকাতায় এদিন ডিজেলের দামও সেঞ্চুরির পথে। ডিজেলের দাম কলকাতায় এদিন হবে ৯৪.৮৮ টাকা, চেন্নাইতে ডিজেলের দাম ৯৬.২৬ টাকা, পুনেতে ডিজেলের দাম লিটারে ৯৭.৫৮ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম ৯৭.৪০ টাকা। পুনেতে ডিজেলের দাম, ৯৭.৪০ টাকা। হায়দরাবাদে ডিজেলের দাম ১০০.১৩ টাকা। নয়ডাতে ডিজেলের দাম, ৯২.৩৯ টাকা। মোহালিতে ডিজেলের দাম ৯৪.৮৯ টাকা। চণ্ডিগড়ে ডিজেলের দাম ৯১.৫০ টাকা। গুরুগ্রামে ডিজেলের দাম ৯২.৫০ টাকা হয়েছে।

সেঞ্চুরি পার পেট্রোলের দাম

সেঞ্চুরি পার পেট্রোলের দাম

উল্লেখ্য, পেট্রোলের দাম হু হু করে বাড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ওড়িশা, জম্মু ও কাশ্মীর, তেলাঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ,মহারাষ্ট্র, রাজস্থান , মধ্যপ্রদেশে পেট্রোলের দাম ইতিমধ্যেই ১০০ টাকা পার করে গিয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে দেশের বাজারে তেলের দাম। এদিকে, রাজ্যগুলিতে আলাদা আলাদা ভ্যাটের মূল্য থাকায় তার জেরে বিভিন্ন রাজ্যে তেলের দাম নির্ভর করে বিভিন্নভাবে। এদিকে, করোনার দ্বিতীয় স্রোত পরবর্তী সময়ে ভারতে কার্যত যে হারে পেট্রোল , ডিজেলের দাম বাড়ছে তাতে উদ্বেগে বহু মহল।

English summary
Petrol and Diesel Price 7 October 2021: Fuel price rise in third straight day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X