For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের মন্তব্যকে হাতিয়ার পাকিস্তানের! কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ

শনিবার রাহুল গান্ধী বিরোধী নেতাদের নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই।

  • |
Google Oneindia Bengali News

শনিবার রাহুল গান্ধী বিরোধী নেতাদের নিয়ে কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই। রাহুলের এই মন্তব্যই ব্যবহার করেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে পেশ করা নালিশে লিপিবব্ধ হয়েছে রাহুলের করা কাশ্মীর বিষয়ক মন্তব্য।

পাকিস্তানকে কড়া জবাব

আর এরপরই কংগ্রেস পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে রাহুল গান্ধী জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরে অশান্তি আছে। তার কারণ পাকিস্তান। পাকিস্তান সমানে কাশ্মীরে ইন্ধন ও উসকানি দিয়ে যাচ্ছে। পাকিস্তান গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বড় সমর্থক।

রাহুলের পাশে কংগ্রেস

এই মর্মে রাহুলের পাশে দাঁড়িয়েছেন শশী থারুর, রণদীপ সুরজেওয়ালার মতো কংগ্রেসের হেভিওয়েট নেতারা। সুরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, রাষ্ট্রসংঘের নালিশে অন্যায়ভাবে রাহুল গান্ধীর নাম ব্যবহার করেছে শুধুমাত্র তাদের মিথ্যাচার প্রমাণ করার জন্য।

ধ্রুব সত্য কোনওদিন বদলাবে না

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই জম্মু, কাশ্মীর, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে থাকবে। পাকিস্তান শত চেষ্টা করলেও এই ধ্রুব সত্য কোনওদিন বদলাবে না, বদলাতে পারবে না পাকিস্তান।

[আরও পড়ুন:রেলবোর্ডের আর্থিক প্রতারণা মামলায় একদিনের স্বস্তি মুকুলের][আরও পড়ুন:রেলবোর্ডের আর্থিক প্রতারণা মামলায় একদিনের স্বস্তি মুকুলের]

English summary
Pakistan has written letter to United Nations (UN) referred Rahul Gandhi's Remarks about Kashmir. Rahul says the situation of Kashmir is not control,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X