For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, একদিনে রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৫ হাজারের বেশি

মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, একদিনে রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৫ হাজারের বেশি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণে ফের কেন্দ্রের চিন্তার কারণ হয়ে উঠেছে মহারাষ্ট্র। রাজ্যের স্বাস্থ্য বিভাগের দৈনিক বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫,৪২৭টি নতুন করোনা কেস রেকর্ড হয়েছে, যা রাজ্যের মোট করোনা সংক্রমণ বাড়িয়ে দিয়েছে ২,০৮০,০০০–তে। এটি ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এটা নিয়ে রাজ্যে মোট কোভিড–১৯ নিশ্চিত কেসের সংখ্যা ২,০৮১,৫২০। বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যুর পর মৃত্যুর সংখ্যা ৫১,৬৬৯ জনে পৌঁছেছে।

মহারাষ্ট্রে সুস্থতার হার

মহারাষ্ট্রে সুস্থতার হার

অন্যদিকে করোনা ভাইরাসে মহারাষ্ট্র থেকে সুস্থ হয়ে উঠেছে ২,৫৪৩ জন, অর্থাৎ মোট সুস্থতার সংখ্যা ১,৯৮৭,৮০৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১৫,৫২১,১৯৮টি নমুনা কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫,৯৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 মুম্বইতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস

মুম্বইতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস

রাজ্যের রাজধানী মুম্বইতে নতুন কোভিড-১৯ কেস ৭৩৬টি দেখা দিয়েছে, যা শহরের করোনা ভাইরাস কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬,৪৮৭টিতে। বৃহস্পতিবার নতুন করে চারজনের মৃত্যু হয়েছে এবং এতে মৃতের সংখষা দাঁড়িয়েছে ১১,৪৩২-এ।

 লকডাউনের সতর্কতা

লকডাউনের সতর্কতা

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে ক্রমাগত করোনা কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার ৪,৭৮৭টি নতুন কেস দেখা দিয়েছে, অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি ৪,০৯২টি নতুন কেস দেখা দেয় রাজ্যে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ শীর্ষ আধিকারিকরা দ্বিতীয়বার লকডাউন কার্যকর করার সতর্কতা জারি করে। বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মুখষ সচিব সঞ্জয় কুমার অমরাবতী, আকোলা এবং যবতমলের জেলা শাসকদের এই অঞ্চলগুলি কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করার নির্দেশ দেন।

 ‌যবতমলে স্কুল–কলেজ বন্ধ

‌যবতমলে স্কুল–কলেজ বন্ধ

যার জেরে যবতমলে স্কুল-কলেজ বন্ধ রাখা হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানের হলে ৫০ শতাংশ অতিথি নিয়ে কাজ সারতে হবে। যদি কেউ সরকারের এসএমএস (‌সামাজিক দুরত্ব, মাস্ক ও স্যানিটাইজার)‌ না মানেন তবে তাঁর বিরুদ্ধে জেলা শাসক কড়া পদক্ষেপ করবেন। ৮০ থেকে ৯০ শতাংশ নতুন করোনা কেস যবতমাল, পন্ধারকাওয়াড়া ও পুশদ শহর থেকে রিপোর্ট হয়েছে।

 'এখনও সময় আছে শুধরে নিন', দল ছেড়ে তৃণমূল নেত্রীকে এই বার্তাই দিতে চেয়েছেন, জানালেন দীনেশ 'এখনও সময় আছে শুধরে নিন', দল ছেড়ে তৃণমূল নেত্রীকে এই বার্তাই দিতে চেয়েছেন, জানালেন দীনেশ


English summary
over 5000 new covid 19 cases in maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X