For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনাবাহিনীতে নিয়োগ ক্যাম্পে ব্যাপক সাড়া, শ্রীনগরে হাজির ১৮০০-র বেশি কাশ্মীরি যুবক

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীতে নিয়োগের ক্যাম্পে ব্যাপক সাড়া। শ্রীনগরে হওয়া এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজির ছিলেন ১৮০০-র বেশি যুবক।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীতে নিয়োগের ক্যাম্পে ব্যাপক সাড়া। শ্রীনগরে হওয়া এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজির ছিলেন ১৮০০-র বেশি যুবক।

সেনাবাহিনীতে নিয়োগ ক্যাম্পে ব্যাপক সাড়া, শ্রীনগরে হাজির ১৮০০-র বেশি কাশ্মীরি যুবক

বেকারত্বের চাপে সেনাবাহিনী না জঙ্গি শিবির। প্রশ্নটা ওঠে বারবার। শ্রীনগরের এবারের ক্যাম্পে যেন একটু বেশি পরিমাণেই হাজির ছিলেন রাজ্যের যুবকরা। ৪ ও ৫ অক্টোবর রানগ্রেথে এই নিয়োগের ক্যাম্প ছিল। স্থানীয় যুবকদের কাছ থেকে যে সাড়া পাওয়া গিয়েছে, তা অসাধারণ বলেই মন্তব্য করেছেন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা।

সেনাবাহিনীতে জেনারেল ডিউটি, ট্রেডসম্যান, ক্লার্ক পদের জন্য জম্মু ও কাশ্মীরের সব জেলা থেকে ১৮০০-র ওপর প্রার্থী নিয়োগ ক্যাম্পে এসেছিলেন বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক। খুব সফল ভাবই প্রথম পর্যায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাঁদের ডাকা হয়েছে। নিয়োগ ক্যাম্পের সুরক্ষার দায়িত্বে ছিল বাদগাঁও পুলিশ।

নিয়োগ ক্যাম্পে যে সব প্রার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, মেডিকেল পরীক্ষা এবং কমন এন্ট্রান্স টেস্টের জন্য পাঠানো হবে। সেখান থেকেই তৈরি হবে মেরিট লিস্ট।

English summary
Over 1800 candidates appeared in the rally for enrolment as soldier general duty, tradesmen and clerk from all districts of Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X