For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় পরীক্ষার আগে বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিল

রাজ্যসভায় পরীক্ষার আগে বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিল

Google Oneindia Bengali News

মবার মধ্যরাতের কিছু পরে লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি পাশের পক্ষে ৩১১টি ভোট পড়ে লোকসভায়। বিপক্ষে ভোট পরে ৮০টি। নিয়ম অনুযায়ী এবার বিলটি রাজ্যসভায় যাওয়ার কথা৷ তবে বিলটি বড় ব্যবধানে পাশ হলেও সরকারকে বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছে

গুলাম নবি আজাদ, কংগ্রেস

গুলাম নবি আজাদ, কংগ্রেস

'লোকসভাতেও বিরোধ করেছি। রাজ্যসভাতেও বিরোধ করব। বিরোধীদের তো এমনিতেই ভারতীয় জনতা পার্টি কখনও গ্রাহ্য করে না, কিন্তি ওদের বাধ্য হয়ে মানতে হচ্ছে। কিন্তু এই দেশে তারা দুটি পৃথক সংবিধান চালাতে চাইছে। একটা সংবিধান যেটা সংসদে পাশ করা হয়েছে, অন্যটা ভবিজেপির নিজেস্ব একটি সংবিধান।'

মনোজ ঝা, আরজেডি

মনোজ ঝা, আরজেডি

'এটা আমাদের সবার জন্য শোকের সময়। আপনি সংখ্যাগরিষ্ঠ মানে যা কিছু ইচ্ছএ করতে পারেন এমনটা কিন্তু না। ভারতের নৈতিক সংখ্যাগরিষ্ঠতা আমাদের সঙ্গে রয়েছে। বিজেপি সংবিধান বিরোধী এই বিল পাশ করাতে উঠএ পড় লেগেছে। গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। ওরা যে এই বদল আনছে এর ক্ষতি দেশকে বয়ে নিয়ে যেতে হবে বহু বছর পর্যন্ত। আগুন লাগাতে এক সেকেন্ড লাগে, তা নেভাতে কয়েক যুগ লাগে।'

নবাব মালিক, এনসিপি

নবাব মালিক, এনসিপি

'সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে নাগরিকত্ব সংশোধনী বিল তাদের কোনও রাজনৈতিক অভিসন্ধির কারণে না। তবে এটা সবাই বুঝতে পারছে যে এটা তাদের রাজনৈতিক চাল। সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করার লক্ষ্যেই এই বিল পাশ করাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই বিল স্পষ্টভাবে সংবিধআনবিরোধী। অসমের লোক এটা মেনে নেয়নি। এই বিলের বিরোধিতায় পুরো উত্তর পূর্ব জ্বলছে। কিন্তু বিজেপির কিছু এসে যায় না।'

আজম খান, এসপি

আজম খান, এসপি

'বিরোধীদের তোয়াক্কা না করে বিজেপি যেভাবে এগিয়ে চলেছে তা গণতন্ত্রের জন্য ভয়াবহ। এই কাজের কোনও শুনানি তো হবে না কিন্তু সমাজের ভালো মানুষেরা এটাকে কখনও ক্ষমা করবে না। গণতন্ত্রে অংশ নেওয়া মানুষ সব মনে রাখে। তারা কিছু ভোলে না। ক্ষমতায় থাকলেই যে বিরোধীদের কথা শুনতে নেই, এরম না। বিরোধীদের সঠিক প্রস্তাব ক্ষমতাবানদেরও প্রহণ করা উচিত। বিরোধীদের সম্মান দেওয়া উচিত। এটা তো পাকিস্তান না, ভারত।'

তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতাবালার! অশনি সংকেত মিলল ধর্মতলায় মতুয়া-সভায়তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতাবালার! অশনি সংকেত মিলল ধর্মতলায় মতুয়া-সভায়

English summary
opposition leader lashes out at bjp regarding citizenship amendment bill 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X