For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোটা দেশের মোট পুলিশ কর্মীদের মধ্যে মাত্র ৭ শতাংশ মহিলা

দেশের মোট পুলিশের মধ্যে মাত্র ৬ শতাংশ মহিলা পুলিশ কর্মী উচ্চপদে আসীন

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে মহিলাদের অবস্থা নিয়ে এত কলরব হলেও সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে মানবাধিকার কমিশন থেকে আইনি নির্ধারণকারী গোষ্ঠী গুলির ক্ষেত্রে ভারতের প্রায় ২৪ লাখ পুলিশ সদস্যের মধ্যে মাত্র ৭ শতাংশ নারী রয়েছেন। পাশাপাশি দেশের মোট দেশের মোট পুলিশের মধ্যে সর্বসাকুল্যে মাত্র ৬ শতাংশ মহিলা পুলিশ কর্মী উচ্চপদে আসীন রয়েছেন।

গোটা দেশের মোট পুলিশ কর্মীদের মধ্যে মাত্র ৭ শতাংশ মহিলা


পাশাপাশি এই রিপোর্টে আরও দেখা যাচ্ছে যে শুধু মহিলাই নয় পুলিশে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য সংরক্ষিত পদ গুলিতে প্রতিনিধিত্ব ক্রমে কমেই চলেছে। সংরক্ষিত পদ গুলির জন্য থেকে যাচ্ছে প্রচুর শূণ্যপদ।সূত্রের খবর, গত পাঁচ বছরে ভারতের সমগ্র পুলিশ বাহিনীর মধ্যে মাত্র ৬.৪ শতাংশ চাকরীর পর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, বাকি প্রায় ৯০ শতাংশ পুলিশ কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই জনসাধারণের আইনি সমস্যার মোকাবিলা করছেন।

ভারতের বিচার বিভাগেও মহিলাদের প্রতিনিধিত্বও একই তিমিরেই রয়ে গেছে। আইনজীবীদের মধ্যে মাত্র ১৮ শতাংশ মহিলা রয়েছেন। সদ্য প্রকাশিত ওই সমীক্ষার সূত্র অনুযায়ী রাজ্য গুলিতে যদি প্রতি ১ বছরে মহিলাদের প্রতিনিধিত্ব ১ শতাংশ হারে বৃদ্ধি করা হলেও বেশির ভাগ প্রতিষ্ঠান ও সংস্থা গুলির সরকার নির্দেশিত ৩৩ শতাংশে পৌঁছাতে কয়েক দশক সময় লেগে যাবে।"

প্রতিবেদনটিতে আইনি ব্যবস্থার এই ঘাটতির পাশাপাশি আরও দেখানো হয়েছে দেশের অধস্তন আদালত গুলিতে প্রায় ২৮০ লক্ষ মামলা অমীমাংসিত থেকে গেছে যার মধ্যে ২৪ শতাংশ প্রায় পাঁচ বছরের বেশী সময় ধরে অমীমাংসিত। এছাড়াও সর্বসাকুল্যে প্রায় ২৩ লাখ মামলা প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।

ডিজের বাজিয়ে উদ্দাম নাচাগানায় দাদুর শেষকৃত্য সম্পন্ন করল নাতিরাডিজের বাজিয়ে উদ্দাম নাচাগানায় দাদুর শেষকৃত্য সম্পন্ন করল নাতিরা

সবশেষে, ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারতের কারাগার গুলির অবস্থাও এত খারাপ যে মোট ১,৪১২ টি কারাগারের জন্য কেবলমাত্র ৬২১ টি সংশোধনকারী কর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশে ৯৫,৩৬৬ জন বন্দী মাত্র ১ জন সংশোধন কর্মীর দ্বারা পরিচালিত হওয়ার নজিরও রয়েছে। বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মেঘালয় সহ আরও কিছু রাজ্যে সারা দেশের নিরিখে আইনি ব্যবস্থা, বিচার বিভাগীয় প্রতিষ্ঠান গুলির অবস্থা আরও সঙ্গিন।

English summary
only 7 percent of the countrys total police personnel are women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X