For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইন শিক্ষায় জোর! করোনাকালে নতুন শিক্ষাবর্ষ সূচী প্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

অনলাইন শিক্ষায় জোর! করোনাকালে নতুন শিক্ষাবর্ষ সূচী প্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে নতুন শিক্ষাবর্ষ নিয়ে দিশাহীন প্রায় প্রতিটা রাজ্যে। এদিকে দৈনন্দিন সংক্রমণের নিরিখে প্রত্যহই দেশে নতুন রেকর্ড গড়ছে করোনা ভাইরাস। এমতাবস্থায় নতুন করে ফের কবে স্কুল-কলেজ পুরোদমে খুলতে পারে তার দিশা দিতে পারছেন না কেউই। এদিকে সোমবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন বিকল্প শিক্ষাবর্ষ সূচি প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল।

অনলাইন শিক্ষায় জোর! করোনাকালে নতুন শিক্ষাবর্ষ সূচী প্রকাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

এর আগে গত ২রা জুলাই প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এদিকে সদ্য প্রকাশি প্রকাশিত নতুন শিক্ষাবর্ষ সূচীতে দেখা যাচ্ছে আগামী আট সপ্তাহের জন্য বিষয় ভিত্তিক নির্দেশাবলী দেওয়া হয়েছে কেন্দ্রে তরফে। পাশাপাশি করোনাকালীন শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও একাধিক সোশ্যাল মিডিয়া টুল ব্যবহার করে শিক্ষকেরা কী ভাবে শিক্ষাদান করতে পারেন সেই বিষয়েও একাধিক পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী।

এদিকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) দ্বারাই উচ্চ-প্রাথমিক শ্রেণির জন্য নয়া শিক্ষাবর্ষ সূচি তৈরি করা হয়েছে বলে খবর। এদিন নতুন শিক্ষাসূচী সম্পর্কিত একটি টুইটও করেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। করোনকালে অনলাইন শিক্ষার বিভিন্ন দিকের কথা মাথায় রেখেই কি ভাবে পড়ুয়া থেকে অভিভাবক ও শিক্ষকেরা নিজেদের সাধ্যমতো শিক্ষব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়ের উপরেই নতুন শিক্ষাবর্ষ সূচীতে জোর দেওয়া হয়েছে বলে টুইট বিবৃতিতে জানান শিক্ষামন্ত্রী।

 দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! মুকুল-পর্বের মাঝেই জল্পনা নিয়ে দিলেন জবাব দিলীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন! মুকুল-পর্বের মাঝেই জল্পনা নিয়ে দিলেন জবাব

English summary
online education newsunion education minister ramesh pokhriyal announces new academic year in the midst of epidemic for upper primary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X