For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক অ্যাপে একাধিক ভাষায় হাজারো খবর, দেখুন ওয়ান ইন্ডিয়া

এক অ্যাপে একাধিক ভাষায় হাজারো খবর, দেখুন ওয়ান ইন্ডিয়া

Google Oneindia Bengali News

একটাই অ্যাপে পেয়ে যান একাধিক ভাষার হাজারো খবর। এমন সুযোগ কমই রয়েছে অনলাইন সংবাদপত্রের দুনিয়ায়। সেই সুযোগ আপনারা পাবেন একমাত্র ওয়ান ইন্ডিয়ার অ্যাপে। একটা অ্যাপে ক্লিক করলেই পেয়ে যাবেন নানা ভাষার নানা খবর। পছন্দের ভাষায় ক্লিক করে আপনি পড়তে পারবেন খবর।

এক অ্যাপে একাধিক ভাষায় হাজারো খবর, দেখুন ওয়ান ইন্ডিয়া

আর একটি ভাষায় ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরির খবর পড়তে চান, তাতে ক্লিক করতে পারেন। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, খেলা, বিনোদন, লাইফস্টাইল, অটোমোবাইল, বিজ্ঞান, প্রযুক্তি, ভ্রমণ, শিক্ষা, জ্যোতিষ-সহ একাধিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খবর, মতামত, বিশ্লেষণ- সবই পেয়ে যাবেন এক ক্লিকে।

এককথায় এটাই ওয়ানইন্ডিয়া অ্যাপের বিশেষত্ব যে, আপনার ভাষায় যে কোনও খবর আপনার হাতের মুঠোয় থাকবে। আপনারই পছন্দের সব খবর পেয়ে যাবেন শুধুমাত্র ওয়ানইন্ডিয়া অ্যাপে। এমন ভাষা পছন্দ করার সুবিধা অন্য কোনও অ্যাপে পাওয়া ভার। একমাত্র ওয়ান ইন্ডিয়া অ্যাপ চাই আপনি বেছে নিন। তাহলেই দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকবে।

প্রথমত আপনি পা্চছেন ভাষা পছন্দ করা সুযোগ, তারপর আপনি কোন ক্যাটাগরির খবর পড়তে চাইছেন, তা বেছেও নিতে পারবেন আলাদা করে। আপনার যে খবরে বেশি আগ্রহ, সেই খবরের ক্যাটাগরিতে বিচরণ করে পছন্দের খবর পড়তে পারেন। সেই সুযোগ আপনাদের করে দিচ্ছে ওয়ান ইন্ডিয়া।

ওয়াবন ইন্ডিয়ার অ্যাপে রয়েছে কাস্ট হোমপেজ সেটিংসের সুবিধা। পছন্দের মতো পরিবর্তন করে নেওয়া যায় তা। আর এই অ্যাপে রয়েছে নোটিফিকেশন, সোশ্যাল শেয়ার, ভিডিও, গ্যালারি, ওয়েব স্টোরি- কত কিছু। এমনকী যাঁরা আমাদের ওয়ান ইন্ডিয়া অ্যাপ ব্যবহার করে খবর পড়বেন এবং দেখবেন তাঁরা ফিডব্যাক দিতে পারেন। আমরা আপনাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করব।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X