For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোপিয়ানে নিকেশ ১ জঙ্গি ! এলাকায় জারি তল্লাশি অভিযান, উদ্ধার প্রচুর অস্ত্র

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার। মৃত্যু হয়েছে এক জঙ্গির। এদিন ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। এনকাউন্টারের পরেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার। মৃত্যু হয়েছে এক জঙ্গির। এদিন ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। এনকাউন্টারের পরেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। একটি রাইফেল এবং আরও কিছু অস্ত্র পাওয়া গিয়েছে মৃত জঙ্গির কাছ থেকে। মৃত জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে।

সোপিয়ানে এনকাউন্টারে মৃত ১ জঙ্গি

সোপিয়ানে এনকাউন্টারে মৃত ১ জঙ্গি

শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

অপহরণ করে দুই যুবকের ওপর গুলি

অপহরণ করে দুই যুবকের ওপর গুলি

বুধবার সোপিয়ানের জোনাপোরায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা গুলি চালিয়ে দুজনকে আহত করে। এই দুজন হলেন, জোনাপোরার আব্দুল হামিদ লোনের ছেলে ইরফান আহমেদ লোন এবং সেখানকারই গুলাম মহম্মদ ভাটের ছেলে মুজফফর আহমেদ ভাট। দুজনই পিডিপির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এই দুই পিডিপি কর্মীকে ওষুধের দোকান থেকে অপহরণ করা হয়। পরে তাঁদের ওপর গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

(ছবি সৌজন্য: এএনআই)

পুলওয়ামায় হামলার পর থেকে ৪১ জঙ্গির মৃত্যু

পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরে ৪১ জন জঙ্গিকে মেরেছে। এমনটাই জানিয়েছেন, ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিঁলো। মৃত জঙ্গিদের মধ্যে ২৫ জন জৈশ-ই মহম্মদের এবং ১৩ জন পাকিস্তানি।

৫ মে সোপিয়ানের আদখাড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয়েছিল দুই জঙ্গির। এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু নিরাপত্তা বাহিনী। মৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

English summary
One terrorist shot dead in Shopian, arms recovered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X