For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবম দিনে বৃদ্ধি পেল দৈনিক কোভিড–১৯ কেস, দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা

নবম দিনে বৃদ্ধি পেল দৈনিক কোভিড–১৯ কেস

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসে দৈনিক কেস টানা সাতদিনের গড় রেকর্ডের পর নবম দিনে বৃদ্ধি পেল, মঙ্গলবার করোনা কেসের দৈনিক সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর এটি দীর্ঘতম বৃদ্ধি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

বেড়েছে দৈনিক গড়

বেড়েছে দৈনিক গড়

সাতদিনের দৈনিক গড় বৃদ্ধি পেয়েছিল ১৮০০ বেশি, যা ১৪ ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়ায় ১১,৪৩০ থেকে মঙ্গলবার এসে দাঁড়িয়েছে ১৩,২৬৭-তে। এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের পরের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বৃদ্ধির দীর্ঘতম সময়কাল ছিল ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই ছয় দিনের সময়কাল। মঙ্গলবার দেশে কমপক্ষে ১৩,৫৭৯টি নতুন কেস সনাক্ত হয়েছে। যার মধ্যে অবশ্য তেলঙ্গানা ঘোষণা করেছে যে তারা দৈনিক করোনা সংখ্যা প্রকাশ্যে নিয়ে আসবে না এবং সোমবার মধ্যরাত পর্যন্ত অসমের থেকে করোনা আপডেট কিছু পাওয়া যায়নি।

দৈনিক মৃত্যু একশো অতিক্রম করল

দৈনিক মৃত্যু একশো অতিক্রম করল

দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০২-তে পৌঁছেছে। গত তিনদিন ধরে যা একশোর নীচে ছিল। এর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, এই রাজ্যে নতুন করে ৬ হাজারের বেশি করোনা কেস ধরা পড়েছে। এরপরই দ্বিতীয় শীর্ষ রাজ্য হিসাবে না উঠে এসেছে কেরলের, এখানে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪,০৩৪। এই দুই রাজ্য মিলে ভারতের মোট দৈনিক করোনা কেসের ৭৫ শতাংশ বহন করছে। দু'‌মাস পর পাঞ্জাবেও করোনা কেস (‌৪২৬)‌ বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাবের পাশাপাশি গুজরাতেও বাড়ছে কোভিড-১৯ কেস।

৭ হাজার নয়া স্ট্রেন

৭ হাজার নয়া স্ট্রেন

সিএসআইআর-সিসিএমবি-র একটি রিপোর্ট বলছে, ভারতে ৭০০০ নয়া স্ট্রেন দেখা গিয়েছে, কোনও কোনও স্ট্রেন তার মধ্যে খুবই ভয়ংকর।এ বার এই নয়া স্ট্রেনের কারণেই কি মহারাষ্ট্র ও কেরলে সংক্রমণ বাড়ছে, তা খতিয়ে দেখতে 'জিনোম সিকোয়েন্সিং' শুরু করল দুই রাজ্যের প্রশাসন। ইতিমধ্যেই এই দুই রাজ্য থেকে ৮০০ এবং ৯০০ নমুনা এই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

প্রায় ১ কোটি মানুষ সুস্থ

প্রায় ১ কোটি মানুষ সুস্থ

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.‌২৭ শতাংশ। দেশে মোট সুস্থ হয়ে উঠেছে এক কোটিরও বেশি মানুষ।

ফের দিল্লিতে কৃষক মিছিল, সংসদ অভিযানে ৪০ লক্ষ ট্রাক্টর, কড়া হুঁশিয়ারি রাকেশ টিকাইতেরফের দিল্লিতে কৃষক মিছিল, সংসদ অভিযানে ৪০ লক্ষ ট্রাক্টর, কড়া হুঁশিয়ারি রাকেশ টিকাইতের

English summary
on the 9th day the daily covid 19 cases rise the number of infected is increasing in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X