For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইতে করোনার 'বিস্ফোরণ'! সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়ছে কেজরিওয়াল সরকারেরও

থার্ড ওয়েভে দেশজুড়ে করোনা ঝড়! সমস্ত কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর গতিতে 'ছুটছে' সংক্রমণ। একের পর এক রাজ্য সংক্রমণ রীতিমত ভয় ধরাচ্ছে। কার্যত মারণ ভাইরাসের হাত থেকে বাদ পড়ছেন না চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে একেবারে প্রথম সারির করো

  • |
Google Oneindia Bengali News

থার্ড ওয়েভে দেশজুড়ে করোনা ঝড়! সমস্ত কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর গতিতে 'ছুটছে' সংক্রমণ। একের পর এক রাজ্য সংক্রমণ রীতিমত ভয় ধরাচ্ছে। কার্যত মারণ ভাইরাসের হাত থেকে বাদ পড়ছেন না চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে একেবারে প্রথম সারির করোনা যোদ্ধারা।

তবে সংক্রমণের নিরিখে যে দুটি রাজ্য সবথেকে বেশি ভয় ধরাচ্ছে এর মধ্যে একেবারে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি! চিকিৎসকদের মতে, এই অবস্থায় একমাত্র বাঁচার পথ হল সোশ্যাল ডিসটেন্স রাখা এবং মাস্ক পড়া। কিন্তু সচেতনতা অভাব কোথায় যেন স্পষ্ট। আর তাতেই বিপদ বাড়ছে।

মুম্বইতে করোনার বিস্ফোরণ!

মুম্বইতে করোনার বিস্ফোরণ!

চিকিৎসকরা বলছেন মুম্বইতে কার্যত করোনার 'বিস্ফোরণ' ঘটে গিয়েছে। বুধবার শুধুমাত্র মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৬৬ জন। মঙ্গলবার যেখানে ১০ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে এক ধাক্কায় প্রায় পাঁচ হাজার বেড়ে গিয়েছে সংক্রমণ। এছাড়াও বুধবার মুম্বইতে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। এই মুহূর্তে মুম্বইতে সক্রিয় মামলা ৬১ হাজার ৯২৩টি। ফলে সংক্রমণ বাড়বে। তবে ২৪ ঘন্টায় মাত্র ৭১৪ জন সুস্থ হয়েছে মুম্বইতে। তবে মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৬ হাজার ৫৩৮ জন।

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও

শুধু করোনা আক্রান্ত নয়, পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে ওমিক্রন সংক্রমণের হারও। যা ক্রমশ ভয়াবহ হতে চলেছে। তথ্য বলছে, এই মুহূর্তে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। গত ২৪ ঘন্টায় প্রায় ১০০ এরও বেশি আক্রান্তের সংখ্যা সামনে এসেছে। শুধুমাত্র ১০০টা ওমিক্রন আক্রান্তের ঘটনা ঘটেছে মুম্বইতেই। নাগপুরে ১১টা। এবং থানে এবং পুনেতে সাতজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ফলে আতঙ্ক ক্রমশ বাড়ছে বাণিজ্য নগরীতে।

দিল্লিতেও ক্রমশ পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে

দিল্লিতেও ক্রমশ পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে

সংক্রমণের নিরিখে একেবারে দ্বিতীয়স্থানে রয়েছে দিল্লি। সেখানেও ভয়ানক গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ১০ হাজার ৬৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় আটজনের। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। এক মুহূর্তে সে রাজ্যে পজিটিভিটি রেট 11.88 শতাংশে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে সে রাজ্যেও করোনার নয়া ভ্যারিয়েন্ট উদ্বেগের জায়গাতে পৌঁছে যাচ্ছে। ফলে এখনওই সাবধান থাকার বার্তা।

এক নজরে স্বাস্থ্য বুলেটিন!

এক নজরে স্বাস্থ্য বুলেটিন!

দিল্লির স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৮৯৭৪২ নমুনা পরীক্ষা হয়েছে। যেখানে ১০৬৬৫ জনের করোনা সংক্রমণের সামনে এসেছে। যদিও করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২২৩৯ জন মানুষ। এই মুহূর্তে দিল্লিতে অ্যাক্টিভ কেস-২৩৩০৭।

English summary
Omicron cases along with covid cases increased in Mumbai and Delhi again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X