For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন রাজনীতির সময় নয়, করোনা মোকাবিলায় কেন্দ্র–রাজ্য সমন্বয়ে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা মোকাবিলায় কেন্দ্র–রাজ্য সমন্বয়ে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

করোনা আবহে রাজনীতি ভুলে মানুষের বিপদের সময় কেন্দ্র ও কেজরিওয়াল সরকারকে পাশে দাঁড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত এক মামলার পর্যবেক্ষণে কেন্দ্র দাবি করেছে যে '‌পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি দেশে অক্সিজেন রয়েছে এবং তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই।’‌ যদিও কেন্দ্রের এই দাবির সঙ্গে দেশের বর্তমান চিত্র একেবারেই খাপ খাচ্ছে না।

এখন রাজনীতির সময় নয়, করোনা মোকাবিলায় কেন্দ্র–রাজ্য সমন্বয়ে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্র শীর্ষ আদালতকে বলেছে, '‌দেশে মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি নেই, কোভিড–১৯–এর ত্রাণের জন্য সরবরাহ করা হচ্ছে।’‌ দিল্লি সহ একাধিক রাজ্যে অক্সিজেনের জরুরি সরবরাহ না পেয়ে বহু করোনা রোগীকে মরতে হয়েছে। দিল্লি, হরিয়ানায় সবচেয়ে বেশি অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছে। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি এস রবীন্দ্র ভট্টের বেঞ্চ স্বতঃ বলেছে, 'এটা রাজনীতির সময় নয়’। তিন বিচারপতি বেঞ্চ শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালে সরকারকে বলেছে, 'ভোটের সময় রাজনীতি করবেন। এখন মানুষের জীবন বিপন্ন’। পাশাপাশি, কেন্দ্রকেও দিল্লির প্রতি বিশেষ দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুক্রবার তিন বিচারপতির বেঞ্চ বলেছে, করোনা পরিস্থিতিতে দেশের সামগ্রিক অবস্থার 'ছোট প্রতিচ্ছবি’ দেখা গিয়েছে দিল্লিতে।

অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্বের অভিযোগ, কেন্দ্রের সুনজরে যোগী! কেন বঞ্চনার শিকার কেজরিওয়াল?অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্বের অভিযোগ, কেন্দ্রের সুনজরে যোগী! কেন বঞ্চনার শিকার কেজরিওয়াল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার টুইট করে জানান যে তিনি ভয়াবহ কোভিড–১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন এবং সারা দেশে ওষুধের ঘাটতি নিরসনে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন এবং চিকিৎসা ক্ষমতা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়ে তিনি আলোচনা করেছেন।

English summary
The Supreme Court has directed the Center to work in coordination with the Delhi government to deal with Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X