For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে

আধার নম্বর দিয়ে যাঁরা অনলাইনে রেলের টিকিট বুক করতে চান, তাঁদের জন্য় সুখবর। লগ-ইন করার সময়ে আধার নম্বর থাকলে মাসে ৬টি নয় ১২টি টিকিট কাটা যাবে অনলাইনে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আধার নম্বর দিয়ে যাঁরা অনলাইনে রেলের টিকিট বুক করতে চান, তাঁদের জন্য় সুখবর। লগ-ইন করার সময়ে আধার নম্বর থাকলে মাসে ৬টি নয় ১২টি টিকিট কাটা যাবে অনলাইনে। গত ২৬ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর করেছে রেলমন্ত্রক। আইআরসিটি অনলাইন টিকিট বুকিংয়ে লগ-ইন করলে এবার চাওয়া হচ্ছে আধার নম্বর। আপনি যদি আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করেন, তাহলেই এই সুবিধে পাওয়া যাবে।

আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে

বর্তমানে অনলাইনে মাসে ৬টি টিকিট কাটা যায়। কিন্তু যখনই টিকিটের সংখ্যা ৬য়ের বেশি হয়, তখনই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। সেকারণেই এবার আইআরসিটিসি-র অ্যাকাউন্টে আধার নম্বর দেওয়া থাকলেই মাসে ১২ টিকিট কাটার অনুমতি দেওয়া হচ্ছে।

আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে আধার আপডেট করবেন
আইআরসিটিসি পোর্টালে ঢুকে লগ- ইন করে প্রথমেই যেতে হবে 'মাই প্রোফাইল' অপশনে। সেখান থেকে ক্লিক করতে হবে আধার কেওয়াইসি অপশনে। সেখানে গিয়ে আধার নম্বরটি লিখতে হবে। এরপরই আপনার আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এবার সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।

আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে

একইসঙ্গে যাত্রীদের কোনও একজনের আধার নম্বরও টিকিট কাটার সময়ে উল্লেখ করতে হবে। এখানে মাস্টার লিস্ট বলেও একটি অপশন থাকবে। সেখানে চাইলে সমস্ত যাত্রীদের নামই স্টোর করে রাখা যাবে। মূলত দালালচক্র এড়াতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।

আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে

তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ছাড় পেতে কোনও আধার নম্বর লাগবে বলেই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: আধার সংযুক্তিকরণ জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, বিস্ফোরক বয়ান বিজেপি সাংসদের][আরও পড়ুন: আধার সংযুক্তিকরণ জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, বিস্ফোরক বয়ান বিজেপি সাংসদের]

English summary
Railways has announced that if IRCTS account is aadhar verified, then the user can book 12 tickets per month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X