For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী পরিবারের সঙ্গে কংগ্রেসের অ-গান্ধী সভাপতিদের সম্পর্ক সুখকর ছিল না! একনজরে ইন্দিরা থেকে সোনিয়ার জমানা

গান্ধী পরিবারের সঙ্গে কংগ্রেসের অ-গান্ধী সভাপতিদের সম্পর্ক সুখকর ছিল না! একনজরে ইন্দিরা থেকে সোনিয়ার জমানা

  • |
Google Oneindia Bengali News

মল্লিকার্জুন খারগে না শশী তারুর। কে জিতবেন তা জানা যাবে ১৯ অক্টোবর। তবে কংগ্রেসের অনেকেই কংগ্রেসের এই নির্বাচনের মধ্যে দিয়ে পুনরুজ্জীবনের আশা করছেন। যিনিই জিতবেন, তিনি হবেন ২৪ বছর পর কংগ্রেসের অ-গান্ধী সভাপতি। ১৩৭ বছরের ইতিহাসে কংগ্রেস এনিয়ে নির্বাচনের মাধ্যমে ষষ্ঠবার অ-গান্ধী সভাপতি পেতে চলেছে। কিন্তু ইন্দিরা থেকে সোনিয়া জমানা গান্ধী পরিবারের সঙ্গে কতটা ভাল সম্পর্ক ছিল অ-গান্ধী সভাপতিদের?

সমালোচকদের নিশানায় গান্ধী পরিবার

সমালোচকদের নিশানায় গান্ধী পরিবার

কংগ্রেসের বর্তমান অবস্থার জন্য সমালোচকরা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকেই দায়ী করে থাকেন। বিশেষ করে ২০১৪-র লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে। গান্ধী পরিবার নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বাধী বিজেপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপি সারা দেশে কংগ্রেস মুক্ত ভারতের প্রচার চালিয়ে যাচ্ছে। তবে এর প্রতিরোধে তেমন কিছুই এখনও পর্যন্ত করে উঠতে পারেনি কংগ্রেস।

 ইন্দিরা জমানার আগে সফর অ-গান্ধী সভাপতি

ইন্দিরা জমানার আগে সফর অ-গান্ধী সভাপতি

ইন্দিরা জমানা শুরু হওয়ার আগে কংগ্রেস কে কামরাজের মতো সফল সভাপতি পেয়েছে। আবার সোনিয়া জমানা শুরু হওয়ার আগে পিভি নরসীমা রাওয়ের মতো সভাপতিও পেয়েছে। এই মুহূর্তে অনেক কংগ্রেস সমর্থকের মনে প্রশ্ন রয়েছে একজন অ-গান্ধী সভাপতি কীভাবে দলকে একত্রিত রাখবেন।

 অ-গান্ধী সভাপতিদের সঙ্গে সম্পর্ক সুখকর ছিল না গান্ধীদের

অ-গান্ধী সভাপতিদের সঙ্গে সম্পর্ক সুখকর ছিল না গান্ধীদের

তবে ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে নীলম সঞ্জীব রেড্ডি কিংবা কে কামরাজ যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, তাঁদের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক মোটেই সুখকর ছিল না। ইন্দিরা গান্ধী তাঁদেরকে চ্যালেঞ্জ করতেন। অন্যদিকে কংগ্রেসের সিন্ডিকেট অংশের সঙ্গে ইন্দিরা গান্ধী রাজনৈতিক যুদ্ধের কথা এখনও স্মরণ করতে পারেন অনেকেই।
সোনিয়া গান্ধীর জমানা শুরুর আগে ১৯৯০ দশকের শেষের দিকে সীতারম কেশরীকে তৎকালীন কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। গান্ধীদের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এবারের নির্বাচনের প্রচার পর্বে দুই প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খারগে এবং শশী তারুর বলেছেন, অ-গান্ধীরা কংগ্রেসের সভাপতি থাকলেও গান্ধীদের দূরে রাখা যায় না।

স্বাধীনতা পরবর্তী সময়ে কংগ্রেসের অ-গান্ধী সভাপতিরা

স্বাধীনতা পরবর্তী সময়ে কংগ্রেসের অ-গান্ধী সভাপতিরা

  • ১৯৪৮-৪৯ পট্টভি সীতারামাইয়া
  • ১৯৫০ পুরুষোত্তম দাস ট্যান্ডন
  • ১৯৫৫-৫৯ ইউএন ধেবর
  • ১৯৬০-৬৩ নীলম সঞ্জীব রেড্ডি
  • ১৯৬৪-৬৭ কে কামরাজ
  • ১৯৭০-৭১ জগজীবন রাম
  • ১৯৭২-৭৪ শঙ্কর দয়াল শর্মা
  • ১৯৭৫-৭৭ দেবকান্ত বড়ুয়া
  • ১৯৭৭-৭৮ কে ব্রহ্মানন্দ রেড্ডি
  • ১৯৯২-৯৪ পিভি নরসীমা রাও
  • ১৯৯৬০৯৮ সীতারাম কেশরী

অমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিসিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতাঅমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিসিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতা

English summary
Non-Gandhi presidents of Congress did not have pleasant relations with Gandhi family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X