For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআইটি-তে বিদেশী পড়ুয়াদের ফি-তে ভর্তুকি নয়, জানিয়ে দিল সরকার

আইআইটি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিদেশী পড়ুয়াদের ফি-তে আর ভর্তুকি দেওয়া হবে না। বছরে ফি বাবদ ৬ লক্ষ টাকা দিতে হবে তাদের।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ নভেম্বর : আইআইটি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিদেশী পড়ুয়াদের ফি-তে আর ভর্তুকি দেওয়া হবে না। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ফি-বাবদ পুরো ৬ লক্ষ টাকাই বিদেশী পড়ুয়াদের দিতে হবে, যেখানে ভারতীয় পড়ুয়ারা দেবে ৩ লক্ষ টাকা। [ এবার মোবাইল ফোনে থাকবে আপনার আধার কার্ড! কীভাবে জানেন?]

সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে সরকার। JEE (অ্যাডভান্স)/GATE পরীক্ষার মাধ্যমে আইআইটিতে ভর্তির সুযোগ পেলে বছরে টিউশন ফি বাবদ ৬ লক্ষ টাকা দিতে হবে বিদেশী পড়ুয়াদের। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস-এর মাধ্যমে তারা বৃত্তি পেতে পারে।

আইআইটি-তে বিদেশী পড়ুয়াদের ফি-তে ভর্তুকি নয়, জানিয়ে দিল সরকার

মার্চ মাসে, ভারতীয় পড়ুয়াদের ফি ৯০,০০০ থেকে সরাসরি বাড়িয়ে বছরপ্রতি ৩ লক্ষ টাকা করে দেওয়া হয়। তখন আইআইটি বম্বের অধিকর্তার তত্ত্বাবধনা একটি কমিটি তৈরি হয় যারা বিদেশী পড়ুয়াদের ফি নিয়ে পরামর্শ দেবে। [ব্রাজিল ফুটবল দলকে নিয়ে যাত্রা করা বিমান ভেঙে পড়ল কলম্বিয়ায়]

গত সপ্তাহে কমিটি রিপোর্ট জমা দেয়। কমিটির তরফে জানানো হয় বিদেশী পড়ুয়াদেরও ভারতীয় পড়ুয়াদের মতো একই ফি দেওয়ার নিয়ম করা উচিত। তবে এবিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি সামনে রাখে সরকার। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়, কমিটির উপদেশকে না মেনে বিদেশী পড়ুয়াদের ফি-এ ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

English summary
No subsidy for foreign students in IITs: Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X