For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবন বিপন্ন মালদ্বীপে, তড়িঘড়ি জীবন পাঠাল ভারত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: পড়শির জীবন বিপন্ন। তাই জীবন দিয়ে সহায়তা করছে ভারত। জলের অভাবে যখন শুকিয়ে মরতে বসেছিল মালদ্বীপ, তখন জল পাঠিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করলেন নরেন্দ্র মোদী। এই ঘটনায় আপ্লুত মালদ্বীপের মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

মালদ্বীপের রাজধানী মালেতে গতকাল সকালে বিপর্যয় নেমে আসে। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে পানীয় জলের কোনও স্বাভাবিক উৎস নেই। সমুদ্রের জল পরিস্রুত করে তা পাঠানো হয় ঘরে-ঘরে। মালে শহরের একমাত্র জলশোধন কেন্দ্রে শুক্রবার ভয়াবহ আগুন লাগে। পুড়ে নষ্ট হয়ে যায় যন্ত্রপাতি। ফলে সকাল থেকেই জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকদিন লেগে যাবে। ততদিন পুরোপুরি চালু করা যাবে না জলশোধন কেন্দ্রটি। মালে শহরের এক লক্ষ বাসিন্দা চরম সঙ্কটে পড়েন।

চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা এই দ্বীপরাষ্ট্রটি এই বিপদ থেকে বাঁচতে ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা ও চীনের কাছে সহায়তা চেয়ে পাঠায়। অন্যান্য দেশ কোনও উত্তর না দিলেও সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিপদের কথা জানান নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করকে নির্দেশ দেন ব্যবস্থা নিতে। শুক্রবার রাতেই ২০০ টন পানীয় জল নিয়ে মালদ্বীপে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার পাঁচটি মালবাহী বিমান। শনিবারও সম পরিমাণ পানীয় জল আকাশপথে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে।

এখানেই শেষ নয়। ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ যথাক্রমে আইএনএস সুকন্যা, আইএনএস দীপক এবং আইএনএস কলকাতা বিপুল পরিমাণ জল নিয়ে রওনা হয়ে গিয়েছে মালদ্বীপের উদ্দেশে। আইএনএস সুকন্যা এবং আইএনএস কলকাতাতে আবার সমুদ্রের জল পরিস্রুত করার ব্যবস্থা রয়েছে। তাই নয়াদিল্লির নির্দেশ, যতদিন না মালদ্বীপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন ওই জাহাজগুলি সেখানে থেকে পানীয় জল উৎপাদন ও সরবরাহ করবে রাজধানী মালে শহরে।

মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ বলেছেন, "ভারতের জনগণ, সেনাবাহিনী ও সরকারকে ধন্যবাদ এত তাড়াতাড়ি সাড়া এবং সহায়তা দেওয়ার জন্য।"


বিপদে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি মহম্মদ জামিল আহমেদ।


English summary
No drinking water in Maldives, India sends relief by planes, warships
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X