For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ণ লকডাউন নয়, মহারাষ্ট্রে কড়া এসওপি কার্যকর করার ঘোষণা হতে পারে আগামীকাল

মহারাষ্ট্রে কড়া এসওপি কার্যকর করার ঘোষণা হতে পারে আগামীকাল

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের উদ্বেগও বাড়ছে। এরকম পরিস্থিতিতে লকডাউন ঘোষণার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু মহারাষ্ট্র সরকারের এক সূত্রের খবর, রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে না, কিন্তু জেলায় জেলায় ও কনটেইনমেন্ট জোনে কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।

 শীঘ্রই প্রকাশিত নয়া এসওপি

শীঘ্রই প্রকাশিত নয়া এসওপি

সূত্রের খবর করোনা দমন করতে নতুনভাবে এসওপি ১ বা ২ এপ্রিল প্রকাশিত হবে। ত্রাণ ও পুনর্বাসন সচিব অসীম কুমার গুপ্তা জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, '‌আমরা জরুরি আলোচনার মাঝখানে রয়েছি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আমরা সকলেই এ বিষয়ে জানতে পারব।'‌

 নতুন এসওপি

নতুন এসওপি

মহারাষ্ট্রে বাড়তে থাকা করোনা সংক্রমণের বৃদ্ধি ও মৃত্যু দেখার পর অসীম কুমার গুপ্তাকে নতুন করে নিষেধাজ্ঞা সহ এসওপি তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ঠাকরে তা প্রশাসনিক কর্তৃপক্ষকে সম্পূর্ণ লকডাউনের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন, কিন্তু মহারাষ্ট্র সরকারের জোটসঙ্গী এনসিপি ও কংগ্রেসের এই সিদ্ধান্ত ভালো লাগেনি। তাদের মতে, সম্পূর্ণ লকডাউন ফের অর্থনীতির ক্ষতি করবে।

জন সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি

জন সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি

শ্রম বিভাগের মুখ্য সচিব বিনীতা বেদ সিংঘল বলেন, '‌আমরা আরও জেলাভিত্তিক কনটেইনমেন্ট জোন এবং স্থানীয় স্তরের সীমাবদ্ধতার দিকে নজর দিচ্ছি। ক্লাস্টারগুলিকে দমন করার আমাদের লক্ষ্য। আমরা কাউকে কাজে বা জরুরি সেবার জন্য যেতে বাধা দিচ্ছি না।'‌ তিনি আরও জানান যে সরকার শুধুমাত্র জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শপিং মল, শপিং কমপ্লেক্স, সিনেমা হল সম্পূর্ণভাবে বন্ধ না হলেও এগুলির ওপর কড়া নিষেধাজ্ঞা চাপানো হবে। এ ধরনের নিষেধাজ্ঞা মানুষের অপ্রজনীয় গতিবিধিকে দমন করবে।

চিন্তা উপসর্গহীনদের নিয়ে

চিন্তা উপসর্গহীনদের নিয়ে

মহারাষ্ট্রের মুখ্য সচিব সীতারাম কুন্তে বলেন, '‌আমরা চাই না যে সংক্রমণের তীব্রতা এতটা বাড়ুক যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। কোভিড যথাযথ আচরণ বিধি না মানার প্রবণতা বাড়ছে, তাই জন সমাবেশ বন্ধ করতে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। সমস্যা হল উপসর্গ দেখা যাচ্ছে না এমন ব্যক্তিদের নিয়ে। তাঁরা জানেন না যে তাঁরা করোনায় আক্রান্ত। তাঁরা মানুষের মধ্যে মিশছেন এবং ভাইরাসের সংক্রমণ হচ্ছে। আমরা এ ধরনের দৃশ্য নিয়ে চিন্তিত।'‌

গোপনীয়তা রক্ষার বালাই নেই, কাশ্মীরে আরোগ্য সেতু অ্যাপের তথ্য দেওয়া হয়েছিল পুলিশকে!গোপনীয়তা রক্ষার বালাই নেই, কাশ্মীরে আরোগ্য সেতু অ্যাপের তথ্য দেওয়া হয়েছিল পুলিশকে!

English summary
no complete lockdown in- maharashtra only imposed sop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X