For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ বন্ধে অভিযান! মানুষ নয় বিজেপির জোটসঙ্গীর ভরসা কুকুর

নেশারুদের বিরুদ্ধে এবার কড়া পথে মোকাবিলায় নামতে চলেছে বিহারের নীতীশ কুমারের সরকার। এর জন্য তেলেঙ্গানা থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আনার বরাত দিয়েছে বিজেপি-জোট শরিকের এই সরকার।

  • |
Google Oneindia Bengali News

নেশারুদের বিরুদ্ধে এবার কড়া পথে মোকাবিলায় নামতে চলেছে বিহারের নীতীশ কুমারের সরকার। এর জন্য তেলেঙ্গানা থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আনার বরাত দিয়েছে বিজেপি-জোট শরিকের এই সরকার। গত দুবছর ধরে বিহারে মদ বাতিল রয়েছে।

 মদ বন্ধে অভিযান! মানুষ নয় বিজেপির জোটসঙ্গীর ভরসা কুকুর

মদ বাতিল করেও বিষয়টি নিয়ে খুব একটা কার্যকরী কিছু করতে পারেনি নীতীশ কুমারের সরকার। বিহারের এডিজি সিআইডি বিনয় কুমার জানিয়েছেন, তেলেঙ্গানার ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড ট্রেনিং অ্যাকাডেমিতে কুকুরগুলির মদের গন্ধ নিয়ে ট্রেনিং-এর পরে বিহারে নিয়ে যাওয়া হবে।

নির্দেশিকা জারি করে মদ নিয়ন্ত্রণে না আনতে পেরে কুকুর খোঁজার কাজ শুরু করে বিহার সরকার। সেই সময় তেলেঙ্গানার কুকুর প্রশিক্ষণ কেন্দ্রের কথা জানা যায়। যেখানে কুকুরগুলিকে বিস্ফোরকের পাশাপাশি মদের গন্ধ শুঁকায় পারদর্শী বলে জানিয়েছেন বিহারের এডিজি সিআইডি। তিনি জানিয়েছেন, কুকুরের জন্য তারা সেনাবাহিনী এমন কী আধাসামরিক বাহিনীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। তবে কেউই সমস্যার সমাধান করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

কুড়িটি কুকুরের বাচ্চাকে তেলেঙ্গানায় আট থেকে নয় মাসের ট্রেনিং দেওয়া হবে। মদের গন্ধ শোঁকায় পারদর্শী করে তোলা হবে তাকে। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে বিহারের চারটি পুলিশ জোন, পাটনা, মুজফ্ফরপুর, দ্বারভাঙা এবং ভাগলপুরে এই কুকুরগুলিকে রাখা হবে।

যদি এই প্রক্রিয়া সফল হয় তাহলে তেলেঙ্গানা থেকে আরও কুকুর আনা হবে।

English summary
Nitish Kumar Govt in Bihar will soon put specially trained dogs into action to sniff out alcohol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X