For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ মার্চ ফাঁসির আগে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী বিনয়ের ফের প্রাণভিক্ষার আবেদন

  • |
Google Oneindia Bengali News

নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিনয় শর্মা সহ ৪ দোষীর ফাঁসির দিন ধার্য হয়েছে আগামী ২০ মার্চ । চতুর্থবার এই ফাঁসির দিন ধার্য হয়েছে। আর তার আগে, ফের একবার দোষী সাব্যস্ত হওয়া বিনয় শর্মা আবেদন জানিয়েছেন প্রাণভিক্ষার। এর আগে, একাধিক আইনি জটিলতার জেরে ফাঁসির নির্দেশে রাষ্ট্রপতির শিলমোহর পড়তে দেরি হয়। এরপর একাধিক পর্ব পেরিয়ে ২০ মার্চ ৪ দোষীর ফাঁসির আবেদন ধার্য হয়।

চতুর্থবার তারিখ ধার্য ও আবেদন

চতুর্থবার তারিখ ধার্য ও আবেদন

জানুয়ারি থেকে টানা মার্চ, এই নিয়ে ৪ বার নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দিন ধার্য হয়েছে বারবার। শেষমেশ ২০ মার্চ এই ৪ দোষীর ফাঁসির দিন ধার্য হয়েছে। আর তারপর আবার নতুন করে প্রাণভিক্ষার আবেদন আদালতের কাছে পেশ করে দোষী বিনয় শর্মা।

২০১২ , ১৬ ডিসেম্বরের ভয়াবহ স্মৃতি

২০১২ , ১৬ ডিসেম্বরের ভয়াবহ স্মৃতি

২০১২ সালে ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসের ভিতর ৬ জন জোট বেঁধে নারকীয় গণধর্ষণে বিদ্ধ করে তরুণী 'নির্ভয়া' (প্রতীকী নাম)কে। সেই ঘটনার পর মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই সেরে শেষমেশ মৃত্যুর কোলে ঢোলে পড়ে নির্ভয়া। এরপর থেকে দোষীদের সাজার দাবিতে নিরন্তর আইনি লড়াই চালান নির্ভয়ার বাবা ও মা। যার ফল ,সুপ্রিম কোর্টের রায়। যে রায়ে নির্ভয়াকাণ্ডে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত।

 এরপর কী ঘটেছে?

এরপর কী ঘটেছে?

এরপর, ৬ জনের মধ্যে একজন নাবালক হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। আর অপ অপরাধী জেলে আত্মহত্যা করে। এরপর বাকি ৪ জন দোষী সাব্যস্ত হয়। যাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আর এই সজাপ্রাপ্ত মুকেশ কুমার সিং, পবন গুপ্ত, অক্ষয় , বিনয় কুমার শর্মাদের ফাঁসির দিন ধার্য হয়েছে ২০ মার্চ।

English summary
Nirbhaya case, before March 20 fresh mercy plea from convict Vinay Sharma .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X