For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে বম্ব তৈরির কারখানার হদিশ এনআইএ-র! জেএমবি ও খাগড়াগড় যোগে চাঞ্চল্য

কর্নাটকের বেঙ্গালুরুতে বম্ব তৈরির কারখানার হদিশ পেল জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। মঙ্গলবার এক অভিযানে এই খোঁজ পাওয়া যায়। যেখান থেকেগ্রেনেড এবং আইইডি উদ্ধার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকের বেঙ্গালুরুতে বম্ব তৈরির কারখানার হদিশ পেল জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। মঙ্গলবার এক অভিযানে এই খোঁজ পাওয়া যায়। যেখান থেকে গ্রেনেড এবং আইইডি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এছাড়াও ওই জায়গা থেকে তিন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে এনআইএ। জিজ্ঞাসাবাদের সময় খাগড়গড় কাণ্ডের অভিযুক্তের থেকে এই বম্ব তৈরির কারখানার হদিশ পেয়েছিল এনআইএ।

বেঙ্গালুরুতে বম্ব তৈরির কারখানার হদিশ এনআইএ-র! জেএমবি ও খাগড়াগড় যোগে চাঞ্চল্য

জানুয়ারি থেকে এনআইএ-র হেফাজতে হয়েছে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত হবিবুর রহমান। টানা জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কাছ থেকেই বম্ব তৈরির কারখানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় এনআইএ। এরপরেই বেঙ্গালুরুর উত্তরের জেলায় হানা দেয় এনআইএ। তল্লাশিতে গ্রেনেড, টাইমার ডিভাইস, তিনটি ইলেকট্রিক সার্কিট এবং আইইডি
তৈরি করতে নানা সরঞ্জাম এদিন উদ্ধার করা হয়। এছাড়াও একটি সম্পূর্ণ কর্মক্ষম আইইডিও উদ্ধার করা হয়েছে। যা বেঙ্গালুরুকে টার্গেট করেই বানানো হয়েছিল বলে জানা গিয়েছে।

এবছরের জানুয়ারিতে এনআইএ জামাত উল মুজাহিদিন বাংলাদেশের মডিউলের গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করে। যে কিনা ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত। অপর এক অভিযানে ওই সদস্যের সহযোগী সাজ্জাদ আলি ওরফে হবিবুর রহমানকে গ্রেফতার করে এনআইএ। হবিবুর বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা।

English summary
On disclosure of arrested accused Habibur Rahman, NIA recovered 5 fabricatedhand grenades,1 timer device,3 electric circuits,suspected explosive substance,different components for making IEDs/rockets incriminating materials from North Dist. of B'luru on 7Jul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X