For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

New Wage Code: সপ্তাহে এবার থেকে মিলবে তিনদিনের ছুটি! শুক্রবারেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে শ্রমমন্ত্রক

এরআগে সমস্ত রাজ্যের কাছে নয়া এই লেবার কোড নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নয়া লেবার ওয়েজ কোড (labor wage code) কার্যকর হতে আরও বেশ কয়েকমাস সময় লেগে যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

১লা অক্টোবর থেকে নয়া লেবার কোড লাঘু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারীদের জন্যে নয়া লেবার কোড নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে শ্রমমন্ত্রক। আগামী শুক্রবার এই বিষয়ে বৈঠক হতে চলেছে।

এরআগে সমস্ত রাজ্যের কাছে নয়া এই লেবার কোড নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নয়া লেবার ওয়েজ কোড (labor wage code) কার্যকর হতে আরও বেশ কয়েকমাস সময় লেগে যেতে পারে।

তবে নিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে খুব শীঘ্রই হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চলতি অর্থবছরেই হয়তো লাঘু হবে নিয়ম

চলতি অর্থবছরেই হয়তো লাঘু হবে নিয়ম

প্রথমে ১লা এপ্রিল থেকে নয়া লেবার ওয়েজ কোড কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে দেরি হতে পারে। তবে আগামী শুক্রবার শ্রমমন্ত্রক গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে চলেছে। এই বৈঠকে প্রত্যেক রাজ্য থেকে আসা তথ্যের ভিত্তিতে আলোচনা করা হবে। শুধু তাই নয়, সরকার এই নিয়ম নিয়েও আলোচনা করা হতে পারে। সরকার চাইছে চলতি আর্থিক বছরের মধ্যেই হয়তো নয়া এই ওয়েজ কোড চালু করে দিতে। অন্তত নিয়মগুলি নিয়ে আলোচনা করতে চায় সরকার।

নয়া নিয়ম বানানো হতে পারে

নয়া নিয়ম বানানো হতে পারে

নয়া এই ওয়েজ কোড লাঘু করার আগে কর্মচারীদের সুবিধার কথা ভেবে নয়া নিয়ম বানানো হতে পারে। যদি কোনও কর্মচারী ১২ ঘন্টা করে কাজ করে তাহলে সপ্তাহে অন্তত তিনদিন ছুটি দিতে হবে। শুধু তাই নয়, নয়া কোড অনুযায়ী ৫০ শতাংশ ভাতা দিতে হবে। যা বেসিক বেতনের অর্ধেক। বেসিক বেতনের উপরে EPF নির্ভর করবে। তবে বেসিক নুন্যত, ১৫ হাজার টাকা করতেই হবে। আর বেসিক বেতন বাড়ার উপর নির্ভর করবে PF কন্ট্রিভিউশন।

কাজের ঘন্টা এবং ছুটি নিয়েও বড় সিদ্ধান্ত

কাজের ঘন্টা এবং ছুটি নিয়েও বড় সিদ্ধান্ত

নয়া Wage Code অনুযায়ী কর্মচারীদের কাজের ঘন্টা এক ধাক্কাতে অনেকটাই বাড়তে চলেছে। ৯ ঘন্টা থেকে কাজের ঘন্টা বেড়ে ১২ ঘন্টা হতে চলেছে। শ্রম এবং রোজগার মন্ত্রালয়ের থেকে পাওয়া তথ্য অনুসারে গটা সপ্তাহে মোট ৪৮ ঘন্টা কাজ করতে হবে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি শ্রমিক নিয়ম এই বিষয়ে আপত্তি জানালেও তিনদিনের ছুটির দাবি তুলেছে। তবে সরকার জানিয়েছে সপ্তাহে চার দিন ১২ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা কাজ করতে হবে। তবে সপ্তাহে যদি ৮ ঘন্টা করে কেউ কাজ করে তাহলে তাঁকে ছয়দিন কাজ করতে হবে। আর একদিন ছুটি পাওয়া যাবে। আর যদি সপ্তাহে কেউ ১২ ঘন্টা কাজ করে তাহলে তিনদিন ছুটি থাকবে।

বছরে ছুটির ক্ষেত্রেও বড় প্রভাব কর্মচারীদের

বছরে ছুটির ক্ষেত্রেও বড় প্রভাব কর্মচারীদের

Earned Leave অর্থাৎ ছুটি বেড়ে ২৪০ থেকে বেড়ে এক ধাক্কায় হতে পারে ৩০০। নয়া ওয়েজ কোড বদলের ফলে New Wage Code Leave এর নিয়ম নিয়ে সম্প্রতি একাধিক বৈঠক হয়েছে। শ্রম মন্ত্রক শ্রমিক সংগঠন সহ একাধিক কর্মচারী ইউনিয়ণগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। যেখানে পরিষ্কার বলা হয়েছে বছরে কর্মচারীদের Earned Leave 240 টা থেকে বাড়িয়ে 300 করতে হবে।

English summary
New Wage Code: Labour ministry meeting on New wage code on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X