For Quick Alerts
For Daily Alerts
বাজারে ফের এল নতুন ৫০০ টাকার নোট, তাহলে পুরনো নোটের কী হল
বাজারে নতুন ৫০০ টাকার নোট নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া । নতুন এই নোটের ভিতরে লেখা থাকবে ' A' অক্ষরটি। তবে নতুন নোট আসায়, নোটবাতিল পরবর্তী সময়ের ৫০০ টাকার নোট বৈধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে চালু থাকা ৫০০ টাকার নোট নিয়ে কোনও সমস্যায় পড়বেন না সাধারণ মানুষ।

তবে আগের ৫০০ টাকার নোট গুলির সঙ্গে নতুন ৫০০ টাকার নোটের কোনো মিল নেই। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে , নোটবাতিলের পর যে সমস্ত ৫০০ টাকার নোটকে বাজারে আনা হয়েছে , তা একনও পর্যন্ত বৈধ থাকবে।
এবার দেখে নেওয়া যাক নতুন নোটের বৈশিষ্ট:
- নতুন নোটে, RBI গর্ভনর উর্জিত প্যটেলের স্বাক্ষর থাকবে।
- নোটে উল্লেখ থাকছে ২০১৭ সাল।
- নোটের মাপ ৬৬ এমম বাই ১৫০ এমএম।
নোটে থাকেছে ভারতীয় পতাকা ও লালকেল্লার ছবি।- থাকচে মহত্মা গান্ধির ছবির ইন্ট্যাগলিও প্রিন্টিং।
- অশোকস্তম্ভের প্রতীক ও ব্লিড লাইন থাকছে নতুন নোটে।
- এই নতুন ৫০০ টাকার নোটকে যাতে অন্ধ ব্যক্তিরাও চিনতে পারেন , তারো ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বরেই বাজারে আসে ,'নোটবাতিল'পরবর্তী নতুন ৫০০ টাকার নোট। তার পর ফের একাবর নতুন নোট এলো বাজারে। আগের নোটে ইনসেট এ E লেখা ছিল। সেখানে নতুন নোটে A লেখা থাকছে ইনসেটে।