For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইজরায়েলি দূতাবাস বিস্ফোরণে নয়া মোড়! এনার্জি ড্রিংকের বোতলকে হাতিয়ার জঙ্গিদের

ইজরায়েলি দূতাবাস বিস্ফোরণে নয়া মোড়! এনার্জি ড্রিংকের বোতলকে হাতিয়ার জঙ্গিদের

  • |
Google Oneindia Bengali News

ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে গত দু-দিন ধরে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে প্রবল চাপানৌতর। এমনকী জঙ্গি সংগঠনের দায় স্বীকার ও হুমকির পর দিল্লির একাধিক দর্শনীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থাও আগের থেকে অনেক আঁটোসাঁটো করা হয়েছে। এদিকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ন্যাশনাল বোমা ডেটা সেন্টারের টিম আশঙ্কা করেছে যে এই বিস্ফোরণে এনার্জি ড্রিংক ব্যবহার করা যেতে পারে। বিস্ফোরণ স্থলের কাছে জরাজীর্ণ অবস্থায় একটি শক্তি বর্ধক পানীয়র ক্যান পাওয়া যাওয়াতেই বাড়ছে চাপানৌতর।

ইজরায়েলি দূতাবাস বিস্ফোরণে নয়া মোড়! এনার্জি ড্রিংকের বোতলকে হাতিয়ার জঙ্গিদের

ন্যাশনাল বোমা ডেটা সেন্টারের আধিকারিকদের মতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটানো আইইডিটির সার্কিট বোর্ডের ডিভাইসটি লুকিয়ে রাখতেই খুব সম্ভবত এনার্জি ড্রিংকের ক্যানটিকে ব্যবহার করা হয়েছিল। এমনকি টাইমারের সাথে যুক্ত ছিল বলেও ধারণা গোয়েন্দাদের। এই বিষয়ে ফরেন্সিক পরীক্ষার পরেই গোটা ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এদিকে শনিবার দুপুরে এই বিস্ফোরণের দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ নামে এক জঙ্গি সংগঠন।

অন্যদিকে ফরেন্সিক পরীক্ষাতেই দেখা গিয়েছে সার্কিট বোর্ডের ডিভাইসটির মধ্যে যে পিইটিএন (পেন্টারিথ্রিটল টেট্রানাইট্রেট) উপস্থিতি পাওয়া গিয়েছে তাতে অ্যালুমিনিয়ামের উপস্থিতি রয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন বিস্ফোরণের সময়েই আদপে ঘটেছে এই ঘটনা। এখান থেকেই গোয়েন্দাদের বধ্যমূল ধারণা বিস্ফোরণের সময় ব্যবহার করা হয়েছিল ওই অ্যালুমনিয়ামের ক্যান। এদিকে বিস্ফোরণ-পরবর্তী বিশ্লেষণের জন্য এনএসজি দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে। ওই হাইসিকিউরিটি জোন এলাকায় দীর্ঘ অনুসন্ধানের পর ওই জায়গা থেকে প্রাপ্ত তথ্য দিল্লি পুলিশের তদন্তকারী দলের সাথে আগামীতে ভাগ করে নেওয়া হবে বলেও খবর।

ডুমুরজলার বিজেপির মেগা যোগদান সভা! কলকাতায় অমিত শাহের প্রতিনিধি স্মৃতি ইরানি ডুমুরজলার বিজেপির মেগা যোগদান সভা! কলকাতায় অমিত শাহের প্রতিনিধি স্মৃতি ইরানি

English summary
Israeli embassy blast takes new turn, militants use energy drink bottles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X