For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নেতাজির দেহাবশেষ তাঁর মাতৃভূমিতে ফিরিয়ে আনাই হবে যোগ্য সম্মান', বলছেন নেতাজি কন্যা অনিতা

আজ ২৩ জানুয়ারি। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী। ইতিমধ্যে একাধিক ঘোষণা করেছেন মোদী। এর মধ্যেই বড় বার্তা দিলেন নেতাজি কন্যা অনিতা

  • |
Google Oneindia Bengali News

Subhas Chandra Bose Jayanti 2023: গোটা দেশ আজ নেতাজির জন্মজয়ন্তী পালন করছে! বিভিন্ন ভাবে পালিত হচ্ছে এদিনটি। এমন একটা দিনে বাবা সুভাষ চন্দ্র বোসের স্মৃতিচারণা করলেন মেয়ে অনিতা বি ফাফ (Anita B Pfaff)।

এক বিবৃতিতে তিনি বলছেন, "আজ আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করছি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। ভারতবর্ষের স্বাধীনতা ছিল তাঁর জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য।" শুধু তাই নয়, নেতাজির দেহবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন অনিতা। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করেছিলেন নেতাজি

ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করেছিলেন নেতাজি

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Anita B Pfaff বলেন, গোটা দেশে সমস্ত ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্যে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করেছিকেন নেতাজি। নেতাজি কন্যা আরও বলছেন, সুভাষ চন্দ্র বসু সমস্ত ধর্ম, জাতি এবং সমস্ত সামাজিক স্তরের পুরুষ এবং মহিলাদের জন্য সমান অধিকার এবং কর্তব্যে বিশ্বাস করতেন। নেতাজি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এমন্মকি স্বাধীন ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে পরিচিত হোক তেমনটাই নেতাজি চাইতেন বলেও দাবি অনিতার।

নেতাজির দেহবশেষ ভারতে নিয়ে আসার কথা বললেন কন্যা অনিতা

নেতাজির দেহবশেষ ভারতে নিয়ে আসার কথা বললেন কন্যা অনিতা

এই বিষয়ে কথা বলতে গিয়ে নেতাজি দেহবশেষ ভারতে ফিরিয়ে আনার কথা বলেছেন একমাত্র কন্যা। যদিও এই বিষয়ে আগেও বহুবার সরকারের কাছে আবেদন জানিয়ে ছিলেন ছিলেন অনিতা। নেতাজির জন্মদিনে ফের একবার সেই দাবিই জানালেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Anita B Pfaff জানাচ্ছেন, স্বাধীন ভারত দেখতে না পেরে যাওয়াটা নেতাজির কাছে খুবই দুর্ভাগ্যজনক ছিল। তবে অসাধারণ একটা বিকল্প ব্যবস্থা হতে পারে যদি তাঁর দেহাবশেষ মাতৃভূমি অর্থাৎ ভারতে নিয়ে আসা যায়। অনিতা বলছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির সংগ্রাম অনস্বীকারজ।

২১টি দ্বীপের নামকরণ করলেন মোদী

২১টি দ্বীপের নামকরণ করলেন মোদী

উল্লেখ্য, এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবসে নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ করলেন এদিন তিনি। সোমবার নেতাজি জন্মজয়ন্তীকে দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামানুসারে এদিন আন্দামান ও নি্কোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ করা হয়। তার মধ্যে একটি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি স্মৃতিসৌধের মডেল উন্মোচন করা হয়। এছাড়াও কলকাতায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। আর এর মধ্যেই অনিতার বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Netaji’s Daughter Anita Bose puff says, India can pay respect, returning back Subhash Chandra Bose's mortal remain to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X