For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ভূখণ্ড থেকে টেনে নিয়ে গিয়েছিল নেপাল সেনা, ছাড়া পেয়েও আতঙ্কে বিহারের বাসিন্দা

ভারতের ভূখণ্ড থেকে টেনে নিয়ে গিয়েছিল নেপাল সেনা, ছাড়া পেয়েও আতঙ্কে বিহারের বাসিন্দা

Google Oneindia Bengali News

নেপাল সেনার হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বিহারের সীতামারি জেলার বাসিন্দা লাগান কিশোর। কিন্তু সেই আতঙ্কের রাত এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। বাড়ি ফিরে শুনিয়েছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। নেপাল সেনা টেনে হিঁচড়ে তাঁকে ভারত ভুখণ্ড থেকে নেপালে নিয়ে গিয়েছিল। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি।

নেপালে টেনে নিয়ে যাওয়া হয়েছিল

নেপালে টেনে নিয়ে যাওয়া হয়েছিল

টেনে হিঁচড়ে ভারত ভূখণ্ড থেকে নিয়ে যায়া হয়েছিল। আতঙ্কের সেই রাত এখন ভুলতে পারছেন না বিহারের সীতামারির বাসিন্দা লগান কিশোর। তিনি জানিয়েছেন তাঁরা যখন প্রাণপণে পালানোর চেষ্টা করছেন তখন ভারত ভুখণ্ড থেকে টেনে হিঁচড়ে তাঁকে নিয়ে যায় নেপাল সেনা। রাতের অন্ধকারেই নেপালের সংগ্রামপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

নেপাল সেনার হুমকি

নেপাল সেনার হুমকি

নেপাল সেনা সেখানে তাঁকে হুমকি গিয়ে বলে, সে যেন বলে ভারত নয় নেপাল ভূখণ্ড থেকেই তাঁকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তা বলতে রাজি হয়নি লগান কিশোর। তিনি জানান ভারতীয় তিনি। কোনওভাবেই একথা বলবেন না। তিনি এবং তাঁর ছেলে দুজনে মিলে পুত্রবধূর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর পুত্রবধূ নেপালের নাগরিক। তারপরেই নেপালি সেনা তাঁদের দেখে গুলি চালাতে শুরু করে। গুলিতে একজনের মৃত্যু হয়।

সীমান্তে সংঘাতে নেপাল

সীমান্তে সংঘাতে নেপাল

কালাপানি, লিপুলেখাকে নিজেদের অংশ দাবি করে আস্ফালন শুরু করেেছ নেপাল। এমনকী ভারত এই এলাকা গুলি জবর দখল করে আছে অভিযোগ করে যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। এই তিনটি এলাকাকে নিজেেদর অংশ দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে নেপাল। আজ সেই মানচিত্র নিয়ে সংসদে ভোটাভুিট হবে নেপালে।

নেপালের সঙ্গে সীমান্ত সংঘাত

নেপালের সঙ্গে সীমান্ত সংঘাত

এদিকে নেপালের সঙ্গে সীমান্ত সংঘাত জারি থাকলেও ভারতীয় সেনা কিন্তু সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেছে। সেনা প্রধান এমএম নারাভানে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আবার বলেছেন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

প্রতীকী ছবি

এবার ছবি 'চুরি'র অভিযোগ! বিজ্ঞান মঞ্চের ত্রাণ বিলির ছবি দেখিয়ে মমতার সরকারের প্রচার ডেরেকেরএবার ছবি 'চুরি'র অভিযোগ! বিজ্ঞান মঞ্চের ত্রাণ বিলির ছবি দেখিয়ে মমতার সরকারের প্রচার ডেরেকের

English summary
Nepal soilders drag him from Indian teritorry clim Bihar villager
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X