For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে টুইটারে প্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে টুইটারে প্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে টুইটারে প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব আইনের সমর্থনে প্রধানমন্ত্রী মোদী একটি টুইট বার্তায় লেখেন, 'ভারত সিএএ-কে সমর্থন করে কারণ এটি উৎপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করে। এটি কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।'

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে হ্যাশট্যাগ ব্যবহারের বার্তা

টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, '#IndiaSupportsCAA. এই হ্যাশট্যাগটি দেখুন। নামো অ্যাপের ভলান্টিয়ার মডিউলের ভয়েস সেকশনে গিয়ে তথ্য, গ্রাফিক্স, ভিডিও সহ অনেক কিছু পাবেন। সেগুলি এই হ্যাসট্যাগ সমেত শেয়ার করে সিএএ-র সমর্থনে নিজেদের বক্তব্য পেশ করুন।'

সাধুগুরুর ভিডিও শেয়ার করেন মোদী

এরপর প্রধানমন্ত্রী সাধুগুরুর একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'এই ভিডিওতে সাধুগুরুর কথা শুনুন। এতে নাগরিকত্ব আইন সম্পর্কিত তথ্য বিশদে দেওয়া রয়েছে। তিনি এই আইনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাতৃত্ববোধের বিশ্লেষণ করেছেন। তিনি এই আইনের বিরোদ্ধে বিক্ষোভরত বাকি সব পক্ষের মিথ্যা প্রচারকেও তুলে ধরেছেন এই ভিডিওতে।'

মুসলিমদের অভয় দিতে সম্মেলন

মুসলিমদের অভয় দিতে সম্মেলন

এদিকে জানা গিয়েছে যে আগামী বছরের শুরুতেই জাতীয় স্তরের এক সম্মেলন করে দেশের মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি। সূত্রের খবর, দেশে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলতে থাকা বিক্ষোভ বিরোধিতা রুখতে এই পদক্ষেপ নেবে বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীরা সিএএ নিয়ে দেশের মুসলিমদের ভুল বোঝাচ্ছে। সেই বিষয়টাকে ঠিক করতেই এই সম্মেলন করবে বিজেপি।

নাগরিকত্ব আইন নিয়ে বৈঠক বিজেপি সংখ্যালঘু নেতাদের

নাগরিকত্ব আইন নিয়ে বৈঠক বিজেপি সংখ্যালঘু নেতাদের

সূত্রের খবর, বিজেপি নেতা তথা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ঘায়রুল হাসান রিজভি ছাড়াও বিজেপির আবদুল রশিদ আনসারি সহ বেশ কয়েকজন মুসলিম নেতারা। আমাগী মাসে হতে চলা সিএএ সচেতনতা সম্মেলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে।

'বিরোধী দলগুলি অপপ্রচার চালাচ্ছে'

'বিরোধী দলগুলি অপপ্রচার চালাচ্ছে'

তারা জানাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলি যেই অপপ্রচার চালাচ্ছে তা রুখতে হবে। পাশাপাশি দেশের মুসলিম সমাজের মনে বিরোধীরা জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়েও ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতেই এই সম্মেলন করা হবে। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে দেশব্যপী প্রচারও চালাবে বিজেপি। সেখানও আইনিটি মানুষদের বোঝানো হবে বলে জানা গিয়েছে।

'আমি কোনও ফর্ম ফিল আপ করব না ',নাগরিকত্ব নিয়ে মোদী বিরোধিতার সুর এবার কোন নেতার'আমি কোনও ফর্ম ফিল আপ করব না ',নাগরিকত্ব নিয়ে মোদী বিরোধিতার সুর এবার কোন নেতার

English summary
narendra modi starts campaign in twitter in support of caa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X