For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের 'অবাঞ্ছিত আলিঙ্গন' নিয়ে চরম কটাক্ষ মোদীর, যোগী-গড়ে দাগলেন তোপ

লোকসভায় গতকাল অনাস্থা প্রস্তাবের ডুয়েলে রাজনৈতিক বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যেই লাইমলাইট শুষে নিয়েছে রাহুল গান্ধীর আলিঙ্গনের ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় গতকাল অনাস্থা প্রস্তাবের ডুয়েলে রাজনৈতিক বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যেই লাইমলাইট শুষে নিয়েছে রাহুল গান্ধীর আলিঙ্গনের ঘটনা। অধিবেশনে নিজের বক্তব্য গতকাল শেষ করেই সভায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে জড়িয়ে ধরেন রাহুল। আর সেই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক থেকে সোশ্যাল মিডিয়ায় জোকস-এর টুইট সমস্ত কিছুই শুরু হয়।

রাহুলের অবাঞ্ছিত আলিঙ্গন নিয়ে চরম কটাক্ষ মোদীর, যোগী-গড়ে দাগলেন তোপ

রাহুলের এই 'অবাঞ্ছিত আলিঙ্গন' নিয়ে গতকাল লোকসভাতেই কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। এর পরের দিনও কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের সাহজাহানপুরে এদিন কিষাণ কল্যাণ সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেই বক্তব্য রাখবার সময় ফের একবার রাহুল গান্ধীকে নিয়ে তোপ দাগেন নরেন্দ্র মোদী। বিজেপি-র এই দুঁদে নেতা এদিন বলেন, 'আমরা জানতে চেয়েছিলাম অনাস্থার কারণ কী, আর তারা কারণ জানাতে ব্যর্থ হয়ে গলায় পড়ে যায়।' পাশাপাশি মোদী বলেন, একটি মাত্র দল (পার্টি) নয়, একাধিক দল মিলে পাঁক তৈরি করে রেখেছে, যাতে ফুটবে একমাত্র পদ্ম।

এদিনের মঞ্চ থেকে মোদী সভায় উপস্থিত সকলকে প্রশ্ন করেন যে, গতকালের লোকসভায় যা ঘটেছে তা নিয়ে সকল সন্তুষ্ট কী না ! এছাড়াও মোদী এদিনের কিষাণ কল্যাণ সভায় জানান যে, এঁরা (বিরোধীরা) গরীবদের দেখছেন না , শুধুমাত্র প্রধানমন্ত্রীর গদির দিকেই তাকিয়ে রয়েছেন। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, 'আমি কি কোনও ভুল করেছি? আমি শুধুমাত্র গরিবদের জন্য কাজ করেছি ... দুর্নীতির সঙ্গে লড়াই করছি। আর এটাই আমার অপরাধ হয়ে গেল !' উল্লেখ্য, গতকাল লোকসভাতেও কার্যত তিনি একই সুরে বেঁধেন রাহুল গান্ধী, কংগ্রেস সহ সকল বিরোধীদের।

English summary
summery for mob-Narendra Modi slams opposition, refers to Rahul Gandhi Unwanted Hug .Prime Minister Narendra Modi on Saturday took a dig at Rahul Gandhi over the "unwanted hug" he received from Congress president Rahul Gandhi in Parliament, and said the coming together of many parties against the BJP will only help the 'lotus' bloom.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X