For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিসভায় আর না! অব্যাহতি চাওয়ার পর জেটলির বাড়িতে হাজির মোদী, জল্পনা তুঙ্গে

জঙ্গলমহলের দায়িত্ব পেয়েই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন তিনি ছাড়ার পাত্র নন। বুধবার ঝাড়গ্রামে পা দিয়েই তাঁর ঘোষণা, রাস্তায় হেঁটেই জঙ্গলমহল ছিনিয়ে নেব বিজেপির কাছ থেকে।

Google Oneindia Bengali News

বিগত মোদী সরকারের ক্যাবিনেটে অর্থমন্ত্রী হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একইসঙ্গে শারীরিক অবস্থাও তাঁকে বেশ ভুগিয়েছে। সেই কারণেই এবার মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন অরুণ জেটলি। কিন্তু মোদী তাঁকে ছাড়তে রাজি নন। তাঁকে মন্ত্রিসভায় ফেরানোর আর্জি নিয়ে সটান বাড়িতে গিয়ে হাজির ভাবী প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভায় আর না! শুনেই জেটলির বাড়িতে ছুটলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্যোগী হলেন জেটলিকে ক্যাবিনেটে ফেরাতে। যদি একান্তই শারীরিক অসুস্থতা মারাত্মক রূপ নেয়, তবে তাঁকে সরকার অন্যভাবে ব্যবহার করতে পারে। কেননা তিনি ছাড়া যে মোদী সরকার সচল হবে না, তা বোঝাতেই জেটলি সমীপে আর্জি নিয়ে গেলেন স্বয়ং মোদী।

জেটলির বাসভবনে গিয়ে তাঁকে বুঝিয়ে আবার মন্ত্রিসভায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালাতেই যে তিনি গিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহল ঐকমত। উল্লেখ্য, এবার শারীরিক অসুস্থতা কারণে ভোটে দাঁড়াননি জেটলি। তিনি এখন রাজ্যসভার সংসদ। এবার তিনি অব্যাহতি চান মন্ত্রিত্ব থেকে।

বিগত এক বছর ধরে কিডনির সমস্যা তাঁকে ভুগিয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর শারীরিকভাবে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন। গত কয়েক মাস একাধিকবার অর্থমন্ত্রী হয়ে কাজ চালিয়েছেন বিকল্প মন্ত্রীরা।
এবার তাই মন্ত্রিত্ব নিতে অস্বীকার করেন অরুণ

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
Narendra Modi meets with Arun Jaitely to understand withdraw decision. Arun Jaitely decides not to be minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X