For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘শিশুসুলভ’ মোদী মাতলেন শিশুদের সঙ্গে খুনসুটিতে, এক ঝলক চোখ রাখুন ভিডিওতে

দিন সাতেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোয় সওয়ারি হয়ে যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেছেন। এবার মোদীকে দেখা গেল শিশুদের সঙ্গে খোশ গল্পে মাততে।

Google Oneindia Bengali News

দিন সাতেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোয় সওয়ারি হয়ে যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেছেন। এবার মোদীকে দেখা গেল শিশুদের সঙ্গে খোশ গল্পে মাততে। শিশুদের সঙ্গে মিশে গিয়ে নানা খুনসুটি করলেন। জিজ্ঞাসা করলেন নানা কথা। জাতীয় সঙ্গীত থেকে শুরু করে জাতীয় স্তোত্র পাঠে তারা কতটা পারদর্শী সেই পরীক্ষাও নেন মোদী।

শিশুসুলভ মোদী

মঙ্গলবার গুজরাটে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনার উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার আগে তিনি গান্ধীনগরে শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারা বাড়িতে কী করে, মায়ের কথা শোনে কি না, কে কোন কাজে পারদর্শী, সবই উঠে আসে আলাপচারিতায়।

উপভোক্তাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে

শিশুদের মধ্যে কে ‘জনগণ', ‘বন্দেমাতরম' জানে, তাও একে একে জানতে চান প্রধানমন্ত্রী। শিশুদের মধ্যেও এদিন উৎসাহ ছিল প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে। তারা মোদী মোদী ধ্বনি তোলে। যাওয়ার সময় হাত নেড়ে বিদায় জানায়। প্রধানমন্ত্রীও শিশুদের সঙ্গে মিশে অন্যরকমভাবে সময় কাটান। এরপর তিনি উপভোক্তাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মিলিত হন।

মেট্রোয় সওয়ারি মোদী

এর আগে দিল্লি মেট্রোয় সওয়ারি সওয়ারি হয়ে লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়িয়ে নেন প্রধানমন্ত্রী। মেট্ট্রোয় সেলফি তোলা থেকে শুরু করে নানা বয়সিদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। খানিক সময়ের জন্য হলেও তিনি যে প্রধানমন্ত্রী তা ভুলে যান। মিশে যান যাত্রীদের সঙ্গে। শিশুদের কোলে তুলে নেন, তাঁদের সঙ্গে খুনশুটিতে মাতেন।

সাক্ষাৎ মোদীকে পেয়ে

সামনে যখন সাক্ষাৎ মোদী, তখন কে ছাড়ে সুযোগ। অনেকে মোদীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন। অনেকে প্রণাম করলেন। আবার মুঠো ফোনে বন্দি করে রাখলেন নিজস্বী। মোদীও সুযোগ কাজে লাগিয়ে ঝালিয়ে নিলেন জনসংযোগ। কখনও যাত্রীদের মোবাইলে সেলফি নিতে নিজেও হাত লাগালেন।

English summary
Prime Minister Narendra Modi interacts with children in Gandhinagar of Gujarat. Before he interacted with public in Delhi metro.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X