For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী 'নপুংসক', 'উন্মাদ' খুরশিদকে ধুনল বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী ও খুরশিদ
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই মরিয়া হয়ে উঠছে কংগ্রেস। এতটাই যে, এবার নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ শুরু করল তারা। কংগ্রেস হেভিওয়েট তথা বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তাঁকে 'নপুংসক' বলে বর্ণনা করলেন।

উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ সলমন খুরশিদ ২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, "কিছু লোক এল, মুসলমানদের ওপর হামলা চালাল আর চলে গেল। আপনি রক্ষা করতে পারলেন না। আপনি কি এখন শক্তসমর্থ পুরুষমানুষ? আমরা বলছি না যে, আপনি মানুষ খুন করেছেন। আমাদের নালিশ হল, আপনি নপুংসক। আপনি খুনিদের ঠেকাতে পারেননি।"

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চটেছে বিজেপি। দলের তরফে যতীন ওঝা বলেছেন, "আমি ওদের (কংগ্রেস) নিয়ে কিছু বলতে চাই না। আমার দুঃখ হয়। মনে হয়, সলমন খুরশিদ মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ ধরনের মন্তব্য চরম হতাশার অভিব্যক্তি।"

নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ তথা গুজরাতের মন্ত্রী জয়নারায়ণ ব্যাস বলেছেন, "ওরা এতই হতাশ যে, মাথা আর মুখের ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।"আর এক বিজেপি নেতা সুধাংশ মিত্তল বলেছেন, "একজন যে নিজেকে শিক্ষিত বলে দাবি করেন, তিনি এমন কথা বললে খারাপ লাগে বৈকি। নোংরা রাজনীতির এটা জঘন্য নমুনা।"

বিভিন্ন মহল থেকে তীব্রভাবে নিন্দিত হয়েছে সলমন খুরশিদের এই মন্তব্য। আদর্শগত পার্থক্য থাকতেই পারে। তা বলে, কারও সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য কখনওই সমর্থনযোগ্য নয় বলে অভিমত ওয়াকিবহাল মহলের। এর আগে নরেন্দ্র মোদীর অতীত জীবন টেনে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার তাঁকে 'চাওয়ালা' বলে কটাক্ষ করেছিলেন।

English summary
Narendra Modi impotent, says Salman Khurshid, BJP hits back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X