For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা পাওয়া হিন্দুত্বের ভাবধারা নয়', পদ্মশিবিরকে তোপ উদ্ধব ঠাকরের

'ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা পাওয়া হিন্দুত্বের ভাবনা নয়।' এমনই এক বার্তা দিয়ে ফের চেনা সুরে বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

  • |
Google Oneindia Bengali News

'ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা পাওয়া হিন্দুত্বের ভাবনা নয়।' এমনই এক বার্তা দিয়ে ফের চেনা সুরে বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন,বিজেপির থেকে তাঁর হিন্দুত্বের ভাবনা চিন্তা খানিকটা আলাদা। আর এই প্রসঙ্গেই উঠে আসে তাঁর হিন্দু রাষ্ট্রের ভাবনা।

বিজেপির থেকে শিবসেনা কতটা আলাদা?

বিজেপির থেকে শিবসেনা কতটা আলাদা?

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, 'আমাদের একই ভাবধারা নেই। আমি চাইনা সেরকম হিন্দুরাষ্ট্র যেখানে কোনও শান্তি নেই। ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা দখল আমার হিন্দুত্ব নয়। ' এভাবেই হিন্দুত্ব ইস্যুতে বিজেপির থেকে দূরত্ব ক্রমাগত কমাতে শুরু করেছে শিবসেনা।

ফের বিজেপিকে তোপ শিবসেনার

ফের বিজেপিকে তোপ শিবসেনার

একইভাবে বিজেপিকে আক্রমণ করে উদ্ধব ঠাকরে বলেন, কেউ কাউকে মারধর করে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করা কোনও কাজের কথা নয়। তিনি বলেন, 'এমন শিক্ষা আমি পাইনি। '

 সিএএ থেকে এনপিআর নিয়ে বক্তব্য

সিএএ থেকে এনপিআর নিয়ে বক্তব্য

সিএএ থেকে এনপিআর নিয়েও বক্তব্য রাখেন উদ্ধব। 'সেনা' প্রধানের দাবি, ' হিন্দু আর মুসলিমদের একসঙ্গে নাগরিকত্ব দেওয়া সমস্যার। আমি সেটা হতে দেব না।' প্রসঙ্গত, উদ্ধব এর আগে তাঁর রাজ্যে এনআরসি হবে না বলে জানিয়ে দিয়এছেন। তবে সিএএ হবে। কারণ উদ্ধবের দাবি, সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না।

অযোধ্যায় মন্দির নির্মাণে ট্রাস্ট ঘোষণা করলেন প্রধানমন্ত্রীঅযোধ্যায় মন্দির নির্মাণে ট্রাস্ট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

English summary
My Hindutva is different from BJP says Uddhav Thackeray.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X