For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্বতের কোলেই চিরনিদ্রায় ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবু

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ এপ্রিল : গত ২৪ মার্চ থেকে নিখোঁজ থাকার পর এদিন শনিবার খোঁজ পাওয়া গেল ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবুর (৪০)। তবে জীবিত নয়, মৃত অবস্থায়।

বাবু নিখোঁজ হওয়ার পর ফেসবুকে তাঁর সমর্থকেরা 'রেসকিউ মল্লি মস্তান বাবু' নামে একটি পেজ তৈরি করেন। সেখানেই এদিন তাঁর মৃত্যুর খবর জানা যায়। সেখানে তাঁর আত্মার শান্তি কামনা করে একটি পোস্টও করা হয়।

পর্বতের কোলেই চিরনিদ্রায় ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবু


১৬ ডিসেম্বর বাড়ি থেকে রওনা দিয়ে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতে ট্রেকিংয়ে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বাবু। জানা গিয়েছে, গত ২৪ মার্চ বাবু তাঁর সঙ্গীদের সঙ্গে বেস ক্যাম্পেই ছিলেন বাবু। তখন হঠাৎ তিনি একাই বেরিয়ে যান শৃঙ্গে ওঠার রাস্তা পরীক্ষা করতে। আবহাওয়া প্রতিকূল থাকায় তিনি আর বেস ক্যাম্পে ফিরে আসতে পারেননি। সে দিন থেকেই নিখোঁজ ছিলেন বাবু। এরপর এদিন তাঁর মৃত্যুর খবর সামনে এল।

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা বাবু পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। খড়্গপুর আইআইটি ও আইআইএম কলকাতার প্রাক্তনী বাবু নেশা হিসেবে পর্বতে ওঠাকেই বেছে নিয়েছিলেন।

প্রথম ভারতীয় হিসাবে আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট বিনসেন ম্যাসিফ-এ ওঠার রেকর্ড রয়েছে তাঁর। শুধু তাই নয়, বিশ্বের সপ্তম দ্রুত পর্বতারোহী হিসাবে ২০০৬ সালে মাত্র ১৭২ দিনের মধ্যে সপ্তশৃঙ্গ জয়ের কৃতিত্বও অর্জন করেছেন বাবু।

বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনও মল্লি মস্তান বাবুর মৃত্যুতে টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন।

English summary
Mountains retained its favourite child, Malli Mastan Babu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X